পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ত্রিকোণ প্রেমের বলি রসিকা ? প্রকাশ্য়ে নয়া তথ্য

রসিকা মৃত্য়ুরহস্যে নয়া তথ্য ৷ রসিকার স্বামী কুশলের জীবনে ফিরে এসেছিলেন তাঁর পুরানো প্রেমিকা ৷ তবে এই কারণেই অকালে প্রাণ খোয়াতে হল তরুণী গৃহবধূকে ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

Wb-kol-alipur-rashika-jayn-7209715
ত্রিকোণ প্রেমের বলি রসিকা? প্রকাশ্য়ে নয়া তথ্য

By

Published : Mar 4, 2021, 3:58 PM IST

কলকাতা, 4 মার্চ : রসিকা মৃত্য়ুরহস্যে নয়া মোড় ৷ পুলিশের তদন্তে উঠে এলে ত্রিকোণ প্রেমের তত্ত্ব ! কলকাতা পুলিশের উইমেন গ্রিভান্স সেলের আধিকারিকদের দাবি, পুরানো প্রেম ফিরে এসেছিল রসিকার স্বামী কুশলের জীবনে ৷ তবে কি এর জেরেই অকালে চলে যেতে হল রসিকা জৈনকে ? আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা ৷

গত 16 ফেব্রুয়ারি রাতে আলিপুরের একটি অভিজাত আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় রসিকা জৈনকে পড়ে থাকতেন দেখেন এক আবাসিক ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বোঝা যায়, বহুতল থেকে পড়ে প্রাণ গিয়েছে ওই তরুণীর ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, এটি নিছকই দুর্ঘটনা ৷ ময়নাতদন্তের রিপোর্টেও ছিল তেমনই ইঙ্গিত ৷ বিশেষজ্ঞদের অনুমান ছিল, অসবাধনতাবশতই উপর থেকে নীচে পড়ে যান যুবতি ওই গৃহবধূ ৷ তার জেরেই প্রাণ হারাতে হয় তাঁকে ৷

কিন্তু পুলিশের এই তত্ত্ব মানতে নারাজ রসিকার বাপের বাড়ির সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, উচ্চবিত্ত ব্য়বসায়ী পরিবারে বিয়ে হলেও সুখী হননি রসিকা ৷ তাঁর স্বামী কুশল জৈন মাদকাসক্ত ৷ স্বামীর এই আসক্তি কখনই মেনে নিতে পারেননি রসিকা ৷ ফলে, অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা ৷ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া তো হতই, এমনকী রসিকাকে তাঁর শ্বশুরবাড়ির সদস্য়রা মানসিক অত্যাচার করতেন বলেও অভিযোগ মৃতার বাপের বাড়ির ৷

এই পরিস্থিতিতে 16 ফেব্রুয়ারি রাতেই রসিকার পরিবার তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁদের দাবি ছিল, রসিকাকে খুন করা হয়েছে ৷ সত্যিটা আসলে কী, তা জানতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তভার হাতে নেয় লালবাজার ৷

সেই তদন্তের কাজ চলাকালীনই প্রকাশ্য়ে আসে ত্রিকোণ প্রেমের তত্ত্ব ৷ কলকাতা পুলিশের উইমেন গ্রিভান্স সেলের আধিকারিকরা জানতে পারেন, বিয়ের আগে অন্য় এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কুশলের ৷ সম্প্রতি তিনি ফিরে আসেন কুশলের জীবনে ৷ নতুন করে শুরু হয় সম্পর্ক ৷ স্বামীর এই কীর্তির কথা জানতে পেরে যান রসিকাও ৷ এর জেরেই অশান্তি চরমে ওঠে ৷ রসিকার স্বামী কুশলের ফোন ঘেঁটে এই সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন:আলিপুরে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার

প্রশ্ন উঠছে, তবে কি পুরানো সম্পর্কে ফিরতে মরিয়া ছিলেন কুশল ? কিন্তু রসিকা তাঁকে ছাড়তে রাজি হননি ? তাই যদি হয়, সেক্ষেত্রে রসিকার প্রতি কুশলের মনে আক্রোশ তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয় ৷ প্রশ্ন হল, এমন পরিস্থিতি যদি সত্যিই তৈরি হয়, তাহলে কুশল বা অন্য কেউ কি রসিকাকে খুন করার মতো মারাত্মক কোনও সিদ্ধান্ত নেবেন ? যদি নেন, তাহলে এই কাজ করতে অন্য় কারও সাহায্য় নেওয়া হয়েছে কি ? নাকি আততায়ী একাই সরিয়েছে পথের কাঁটা ?

অথবা এটা খুন নয়, আত্মহত্যা ৷ তদন্তকারীদের অনুমান, বিয়ের পর থেকেই একের পর এক ঘটনাক্রমে ক্রমশ মানসিক অবসাদে ভুগতে শুরু করেন রসিকা ৷ সেক্ষেত্রে তাঁর মনেও নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা তৈরি হতে পারে ৷

এর পাশাপাশি, দুর্ঘটনার সম্ভাবনাও এখনই খারিজ করে দিতে নারাজ তদন্তাকারীরা ৷ বিশেষ করে ময়নাতদন্তের রিপোর্ট যখন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে, তখন সেটাকেও বিবেচনার মধ্যে রাখতে হবে ৷

তবে কুশলের জীবনে তাঁর পুরনো প্রেমের পুনরায় আগমন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ এ বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছেন তদন্তকারীরা ৷ বুধবার রাতেও আলিপুরের ডি এল খান রোডে জৈনদের বাড়িতে যান তাঁরা ৷ সেখান থেকে একাধিক নথিপত্র, রসিকা-কুশলের বিয়ের ভিডিও রেকর্ডিংয়ের পেন্ড্রাইভ এবং তাঁদের দু’জনেরই ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details