পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 16, 2020, 1:05 AM IST

Updated : Feb 16, 2020, 6:04 AM IST

ETV Bharat / city

18 ফেব্রুয়ারি কলেজে অতিথি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, জানালেন পার্থ

আগামী 18 ফেব্রুয়ারি থেকে শুরু অতিথি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর প্রক্রিয়া।

interview of guest lecturers recruitment on 18th February, said Partha Chatterjee
18 ফেব্রুয়ারি কলেজে অতিথি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, জানালেন পার্থ

কলকাতা, 16 ফেব্রুয়ারি : কলেজে শুরু হচ্ছে অতিথি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ৷ চলছে তথ্য যাচাইয়ের কাজ । আগামী 18 ফেব্রুয়ারি থেকে চলবে ইন্টারভিউয়ের প্রক্রিয়া । তথ্য প্রদান সঠিক থাকলে সরাসরি ইন্টারভিউয়ের ডাক পাবেন আবেদনকারী আজ এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

শিক্ষকদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন অতিথি শিক্ষকদের নিয়োগপত্র দিয়ে তাঁদের স্থায়ী করা হবে । মুখ্যমন্ত্রীর সেই আশ্বাস মতোই কাজ শুরু করল শিক্ষা দপ্তর । চলছে তথ্য যাচাইয়ের কাজ । তথ্য যাচাইয়ের জন্য পাঁচ জনের একটি কমিটি গঠন করেছে শিক্ষা দপ্তর । কমিটি তথ্য যাচাই করছে ।

কী বললেন শিক্ষামন্ত্রী ?

আগামী 18 ফেব্রুয়ারি থেকে শুরু ইন্টারভিউর প্রক্রিয়া। আজ বিধানসভায় নিজের ঘর থেকেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, "যাঁদের দেওয়া তথ্য সঠিক থাকবে, তাঁরা ইন্টারভিউয়ে ডাক পাবেন । মোবাইলের মাধ্যমে ব্যক্তিগতভাবে ডাক আসবে । সরাসরি এসে ইন্টারভিউ দিয়ে যাঁর যা গ্রেড পাওযার কথা, সেই মতো নিয়োগপত্র দেওয়া হবে তাঁদের।"

Last Updated : Feb 16, 2020, 6:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details