পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cyber Crime in Kolkata : সাইবার চক্রে ব্যাঙ্কের টাকা গায়েব ? ফোন করুন 1930 নম্বরে - Interview of DIG CID Kalyan Mukherjee over Cyber Crime

সম্প্রতি জামতারা গ্যাংয়ের সদস্যরা মাথাচাড়া দিয়ে উঠেছে । সামনেই বাংলার নববর্ষ । তার আগে চৈত্র সেল । এই সময় কেনাকাটার হিড়িক থাকে বাংলা জুড়ে । এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা (DIG Special CID Kalyan Mukherjee Interview) ।

Cyber Crime in Kolkata DIG Special CID Kalyan Mukherjee Interview
ডিআইজি (স্পেশাল) সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়

By

Published : Mar 30, 2022, 9:43 PM IST

কলকাতা, 30 মার্চ : নানাভাবে সক্রিয় সাইবার অপরাধীরা । আমাদের দেশে কী ধরনের সাইবার অপরাধ আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছে জনগণকে ? কীভাবে ভুয়ো বিজ্ঞাপন থেকে বাঁচবেন ? সাইবার অপরাধীদের থেকে নিজেকে দূরে রাখবেন কীভাবে ? এই সমস্ত নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হলেন ডিআইজি (স্পেশাল) সিআইডি কল্যাণ মুখোপাধ্যায় (Interview of DIG CID Kalyan Mukherjee over Cyber Crime) ।

সামনেই বাংলার নববর্ষ । তার আগে চৈত্র সেল । এই সময় কেনাকাটার হিড়িক থাকে বাংলা জুড়ে । এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা । একাধিক জায়গায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে যে, ইন্টারনেটে একাধিক বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে । বিজ্ঞাপন দিয়ে এবং বিভিন্ন লোককে ফোন করে বলা হচ্ছে, তাঁদের নাম লাকি ড্র কুপনে এসেছে । ফলে নববর্ষে কোম্পানির তরফে 40-50 হাজার টাকার কেনাকাটা করতে পারবেন । এই ফাঁদে একবার পা গলালেই শুরু আসল খেলা ।

ইটিভি ভারতের মুখোমুখি ডিআইজি (স্পেশাল) সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়

আরও পড়ুন : আন্তর্জাল অপরাধীদের থেকে কীভাবে বাঁচবেন ? মুখোমুখি ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়

ভবানী ভবন সূত্রের খবর, একাধিক অছিলায় গ্রাহকদের কাছ থেকেই কখনও 10 হাজার, কখনও 5 হাজার টাকা চাওয়া হচ্ছে ৷ অনেকসময় গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং একাধিক নথিপত্রের বিষয়ে জেনে তাঁদের ব্যাংক একাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিচ্ছে জামতারা গ্যাং-এর সদস্যরা । তা থেকে বাঁচার উপায় জানালেন ডিআইজি (স্পেশাল) সিআইডি কল্যাণ মুখোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details