কলকাতা, 20 মে : বৃহস্পতিবারের পর আজ ফের নিজাম প্যালেসে এসএসসি দুর্নীতি মামলায় (SSC Corruption Case) হাজিরা দিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ৷ আর আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে সিবিআই এর একটি বিশেষ প্রতিনিধি দল শহরে এসেছে ৷ এই বিশেষ প্রতিনিধি দলে রয়েছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর সহ ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার সিবিআই এর আধিকারিকরা (Interrogation of Paresh Adhikary Led by CBI Additional Director Ajay Bhatnagar) ৷
সিবিআই সূত্রে খবর, গতকাল তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদে পরেশ অধিকারীকে করা একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ ফলে আজ তাঁকে ফের নিজাম প্যালেসে তলব করা হয়েছে ৷ মূলত এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গত পরশুদিন জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷
এই দুর্নীতি মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করেও একাধিক তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে ৷ সেই তথ্যগুলিকে হাতিয়ার করেই এ বার পরেশ অধিকারীকে সিবিআই কর্তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন বলেই সূত্রের খবর ৷ মূলত এসএসসি নিয়োগ কীভাবে হয়েছিল ? এই নিয়োগ প্রক্রিয়া কারা ঠিক করেছিলেন ? এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দারা ৷