কলকাতা,11 মে : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরে এবার RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। COVID-19-এর মোকাবিলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ এনে কাজ না করার সিদ্ধান্ত নিলেন এখানকার ইন্টার্ন ডাক্তাররা। দাবি পূরণ হলে তাঁরা আবার কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে। N95 মাস্ক, PPE-র অভাব থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষায় আরও কিছু অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে তুলেছেন R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা।
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররাও এর আগে COVID-19 -এর মোকাবিলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছিলেন। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেও জানিয়েছিলেন সেখানকার ইন্টার্ন ডাক্তাররা। এবার, COVID-19 -এর মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ তুললেন R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা। সোমবার, 11 মে R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের তরফে একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে। এই প্রেস রিলিজে COVID-19 -এর মোকাবিলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অব্যবস্থার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষের এই অব্যবস্থা জেরে এখানকার হেলথকেয়ার ওয়ার্কারদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রেস রিলিজে।
কোরোনা মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ, কাজ বন্ধ R G কর ইন্টার্নদের
COVID-19 -এর মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ তুললেন R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা। সোমবার, 11 মে R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে COVID-19 -এর মোকাবিলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অব্যবস্থার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষের এই অব্যবস্থা জেরে এখানকার হেলথকেয়ার ওয়ার্কারদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রেস রিলিজে।
R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের তরফে জানানো হয়েছে, COVID-19-এর মোকাবিলায় ফ্রন্টলাইন হেলথকেয়ার প্রফেশনালস অর্থাৎ, যে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, COVID-19-এ আক্রান্ত এবং সন্দেহের তালিকায় থাকা রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের সকলের জন্য N95 মাস্ক দিতে হবে। সরকারি গাইডলাইন অনুযায়ী, COVID-19-এর মোকাবিলায় হাসপাতালে বিভিন্ন জোন ভাগ করে N95, PPE কিট, গ্লাভস সহ হেলথকেয়ার প্রফেশনালদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
ইন্টার্ন ডাক্তাররা দাবি করেন, হেলথকেয়ার প্রফেশনালদের জন্য প্রয়োজনে কোয়ারানটিনে এবং ট্রিটমেন্টের কী ব্যবস্থা রয়েছে, তা প্রকাশ করতে হবে। নিয়মিত সময়ের ব্যবধানে হেলথকেয়ার প্রফেশনালদের জন্য টেস্টের ব্যবস্থা করতে হবে। COVID-19-এর মোকাবিলায় হাসপাতালে আসা সব রোগী এবং পরিজনদের জন্য যথাযথ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এসব দাবির ভিত্তিতে সোমবার দুপুরের পর থেকে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা।
এ দিকে, পরিস্থিতি সামাল দিতে ইন্টার্ন ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে কর্তৃপক্ষ বৈঠক করছেন।এই বিষয়ে R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যাল বলেন, "গাইডলাইন অনুযায়ী সব ইন্টার্নকে আমরা একসঙ্গে কাজ না করানোর ব্যবস্থা নিয়েছি। যাঁরা কাজ করছে তাঁদের জন্য N95 মাস্ক দেওয়া হচ্ছে।" এদিকে ইন্টার্ন ডাক্তারদের তরফে জানানো হয়েছে, কর্তৃপক্ষ তাঁদের আশ্বস্ত করেছে। N95 মাস্ক পেলেই তাঁরা কাজ শুরু করে দেবেন।