কলকাতা, 17 ফেব্রুয়ারি : আজ শুরু হচ্ছে মাধ্যমিক ৷ অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচিত কিছু ব্লকে আগামীকাল থেকে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা ৷ মাধ্যমিকের প্রশ্নফাঁস রুখতে এবার শুরু থেকেই কড়াভাবে নজর রাখছে পর্ষদ ৷ গত বছর মাধ্যমিকে পরপর ছয়টি পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায় । তার থেকে শিক্ষা নিয়েই এই বছর রাজ্যের 8 টি জেলার মোট 42 টি ব্লকের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্বাচিত ওই জায়গাগুলিতে প্রতিটি পরীক্ষার শুরু থেকে দু'ঘণ্টা করে অর্থাৎ বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা ৷
আজ শুরু মাধ্যমিক, প্রশ্নফাঁস রুখতে কয়েকটি এলাকায় বন্ধ ইন্টারনেট - মধ্যশিক্ষা পর্ষদ
পরীক্ষার দিনগুলিতে দুপুর 12 টা থেকে 2 টো পর্যন্ত নির্বাচিত কিছু এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা ৷ প্রশ্নফাঁস রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে ৷
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে নবান্নে বৈঠকে বসেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের 8 টি জেলার 42 টি ব্লকে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা । এই 8টি জেলা হল, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও জলপাইগুড়ি । এই 8 টি জেলায় যে সকল সংবেদনশীল জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিকে চিহ্নিত করে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ ও প্রশাসন । গত বছর মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই পরপর ছয়টি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে চলে আসে । পরবর্তীকালে তদন্ত করে জানা যায়, এর পিছনে একটি হোয়াটসঅ্যাপ চক্রের যোগ রয়েছে ।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে বলা হয়েছে, প্রশ্নফাঁস না হলেও, এভাবে প্রশ্ন বেরিয়ে যাওয়ায় পরীক্ষা ব্যবস্থা ব্যহত হয় । এই পরিস্থিতিতে গত বছরেই বেশ কিছু জায়গায় বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা । তাই এবার সংবেদনশীল জায়গাগুলিকে আগে থেকেই চিহ্নিত করে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও, এ বিষয়ে পর্ষদ সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, "এটা প্রশাসনের ব্যাপার এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে । আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করব না ।"