কলকাতা, 20 জুন: অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) সীমান্তরক্ষী বাহিনীর এবারের থিম নির্ধারণ করা হয়েছে মানবতার জন্য যোগ । স্বাধীনতার অমৃতকালে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণবঙ্গ সীমান্তের দায়িত্বে থাকা সব সীমান্তবর্তী স্থানে জনসংযোগ করা হবে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ-এর তরফ থেকে ।
জানা গিয়েছে, 21 জুন সীমান্ত সদর দফতরের অধীনে সমস্ত সেক্টর এবং ব্যাটেলিয়ান, এছাড়াও সীমান্ত চৌকি থেকে কর্মীরা তাদের নিজ নিজ জায়গা থেকে এই যোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন । দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷ সেখানেই ড্রোনের মাধ্যমে ভিডিওগ্রাফি করা হবে বলে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার তরফ থেকে জানা গিয়েছে । পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে আগামিকাল রেড রোডে যোগ দিবস পালন করা হবে ৷ সকল কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই যোগ দিবসে অংশগ্রহণ করবেন (International Yoga Day to celebrate by BSF and Kolkata Police)৷