পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতা ও বিশ্বভারতীতে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ভাষা দিবস

কলকাতা ও বোলুপরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ভাষা দিবস

By

Published : Feb 21, 2019, 3:23 PM IST

কলকাতা ও বোলুপর, ২১ ফেব্রুয়ারি : রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কলকাতায় এক অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের ২১ উদ্যান-এ ভাষা শহিদদের প্রতিকৃতিতে ফুল এবং মালা দিয়ে তাঁদের স্মরণ করলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, নির্মল মাজি, চিত্রশিল্পী যোগেন চৌধুরি সহ অন্যরা। আজ বিকেলেও ভাষা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে দেশপ্রিয় পার্কে।

অন্যদিকে, বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেখানে শহিদ স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বাংলাদেশ হাইকমিশনের তরফে শাহনওয়াজ আখতার রানু। সংগীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শহিদদের শ্রদ্ধা জানাল পড়ুয়ারা।

প্রতিবছরই বিশ্বভারতীতে পালিত হয় দিনটি। এবার নবগঠিত বাংলাদেশ ভবনে পালিত হল ভাষা দিবস। রাতভর বিশ্বভারতীর পথজুড়ে আলপনা আঁকেন পড়ুয়ারা। "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানে গেয়ে একটি পদযাত্রা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। পরে শহিদ স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে মিছিল করেন বাঙালিরা। তখন পাকিস্তানের প্রশাসন নির্বিচারে গুলি চালায় তাদের উপর। শহিদ হন বেশ কয়েকজন। বাংলা ভাষার অধিকার আদায়ের দাবিতে এই আন্দোলন হলেও পরবর্তীকালে এটি বিশ্বে সমস্ত ভাষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। ২০১০ সালে এই দিনটিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ।

ABOUT THE AUTHOR

...view details