কলকাতা ও বোলুপর, ২১ ফেব্রুয়ারি : রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কলকাতায় এক অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের ২১ উদ্যান-এ ভাষা শহিদদের প্রতিকৃতিতে ফুল এবং মালা দিয়ে তাঁদের স্মরণ করলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, নির্মল মাজি, চিত্রশিল্পী যোগেন চৌধুরি সহ অন্যরা। আজ বিকেলেও ভাষা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে দেশপ্রিয় পার্কে।
অন্যদিকে, বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেখানে শহিদ স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বাংলাদেশ হাইকমিশনের তরফে শাহনওয়াজ আখতার রানু। সংগীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শহিদদের শ্রদ্ধা জানাল পড়ুয়ারা।