কলকাতা, 12 নভেম্বর: আগামী 31 জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (45th International Kolkata Book Fair) । সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে মেলা চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত । এবছরের থিম বাংলাদেশ (Bangladesh)। তাই আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার । বইমেলায় প্রবেশের জন্য করোনা টিকার দু'টি ডোজের শংসাপত্র থাকতে হবে বলে শুক্রবার জানায় গিল্ড কর্তৃপক্ষ ৷
তবে এবারের মেলা ডিজিটাল মোডেও করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ ৷ বইপ্রেমীদের জন্য সুখবর । করোনা আবহে একবছর বন্ধ থাকার পর আবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা । এবছর বইমেলা 45তম বর্ষে পা দিচ্ছে । বুক সেলার্স অ্যান্ড পাবলিসার্স গিল্ডের পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবারের মেলার বেশ কয়েকটি নিয়মের কথা জানিয়েছেন ৷
আরও পড়ুন:Suicide: হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী অন্তঃসত্ত্বা গৃহবধূ
রাজ্যে করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বইমেলা কর্তৃপক্ষ । তাই মেলা প্রাঙ্গণে ঢুকতে হবে করোনা টিকার দু‘টি ডোজের শংসাপত্র দেখিয়ে । মাস্ক পরা বাধ্যতামূলক । বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব ৷ তবে 18 বছরের নিচে যারা রয়েছে, তাদের মেলায় প্রবেশে বাধা দেওয়া হবে না বলেই ইঙ্গিত মিলেছে ৷
আরও পড়ুন:Suvendu Adhikari : জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল জীবনযাপন মমতা-অভিষেকের, আক্রমণ শুভেন্দুর
করোনা টিকার দু‘টি ডোজের শংসাপত্র দেখালে তবেই মিলবে বইমেলায় ঢোকার ছাড়পত্র এই প্রথমবার বইমেলায় থাকছে ই-পাসের ব্যবস্থা । তবে কীভাবে করা হবে সেই ব্যবস্থা, তা এখনও আলোচনার স্তরে রয়েছে ৷ অন্যদিকে, এবারে ডিজিটাল মোডেও হবে বইমেলা ৷ অর্থাৎ মেলাতে এসে তো বই কেনা যাবেই, আবার যাঁরা মেলাতে যেতে পারবেন না, তাঁরা ডিজিটালি এই মেলা উপভোগ করতে পারবেন ৷ এর জন্য মেলায় বেশ কয়েকটি ক্যামেরা বসানো থাকবে ৷ তবে ডিজিটালি বই কেনা যাবে কি না সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি গিল্ডের তরফে ।
আরও পড়ুন:Royal Bengal Tiger : সুন্দরবনে ফের দক্ষিণরায়ের দর্শন, আপ্লুত পর্যটকরা