কলকাতা, 15 অগাস্ট: একের পর এক জামাতুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার । তার উপর কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার । সব মিলিয়ে গোটা দেশেই জঙ্গিহানার সম্ভাবনা । এ বিষয়ে সতর্ক বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । কলকাতায় হামলা চালাতে পারে জঙ্গিরা । আর তাই গত রাত থেকেই শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা । শহর জুড়ে চলছে নাকা চেকিং ।
জঙ্গি হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা শহরজুড়ে - 15 August
লালবাজার সূত্রের খবর, সতর্কবার্তা পাওয়ার পরেই গত শুক্রবার বৈঠকে বসেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা । ওই দিন স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । লালবাজারের কাছে চ্যালেঞ্জ মূলত দুটো । শহরবাসীর নিরাপত্তা, অন্যদিকে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা ।
![জঙ্গি হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা শহরজুড়ে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4139093-thumbnail-3x2-maa.jpg)
পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে জামাতুল মুজাহিদ ইন ইন্ডিয়ার জঙ্গিরা । গোদের উপর বিষফোঁড়ার মতো রাজ্যে আনাগোনা করছে নব্য জামাত, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা । গোয়েন্দা রিপোর্ট বলছে, এ রাজ্যে বেশ কিছু মডিউল তৈরি করে ফেলেছে জামাত । সূত্র জানাচ্ছে, বোমারু মিজান-সহ একের পর এক শীর্ষ নেতার গ্রেপ্তারিতে জামাত নেতৃত্ব অনেকটা দুর্বল হলেও, নিজেদের উপস্থিতির জানান দিতে তারা মরিয়া । অন্যদিকে, এখনও পর্যন্ত বেপাত্তা সালাউদ্দিন ওরফে সালোহিন । তথ্য বলছে, সালাউদ্দিনের সঙ্গে কাশ্মীরের নেতাদের যোগাযোগ রয়েছে । তাই কাশ্মীরের 370 ধারা প্রত্যাহার এবং বোমারু মিজানের মত জামাতের ভারত চ্যাপ্টারের শীর্ষ নেতার গ্রেপ্তারির প্রতিশোধ তুলতে অনেকটাই মরিয়া সালাউদ্দিন । সেই সূত্রেই তারা বেছে নিতে পারে স্বাধীনতা দিবস । এমনই সতর্কবার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ।
লালবাজার সূত্রের খবর, সতর্কবার্তা পাওয়ার পরেই গত শুক্রবার বৈঠকে বসেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা । ওই দিন স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । লালবাজারের কাছে চ্যালেঞ্জ মূলত দুটো । শহরবাসীর নিরাপত্তা, অন্যদিকে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা । স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে আঁটোসাঁটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা । এর জন্য নামানো হয়েছে কুইক রেসপন্স টিম । রাখা হয়েছে সাদা পোশাকের পুলিশও । হাওড়া ব্রিজ, শিয়ালদা স্টেশন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে । বেশ কয়েকজন ডেপুটি কমিশনার এবং সহ-কমিশনার পুরো বিষয়টির উপর নজর রাখছেন । প্রায় পাঁচ হাজার পুলিশ নামানো হয়েছে শহরে । শহরের বিভিন্ন পয়েন্টে চলছে নাকা চেকিং ।