কলকাতা, 11 জুন: রাজ্যের পরিচালনাধীন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে (Chancellor) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) বসানোর উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, শিক্ষা দফতর ছাড়া অন্যান্য দফতরের অধীনে যেসব বিশ্ববিদ্যালয় আছে, তারও আচার্য হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা ৷ কিন্তু, রাজ্য প্রশাসনের এই উদ্যোগে সন্তুষ্ট নন বিশিষ্টদের একাংশ ৷ তাঁদের দাবি, কোনও শিক্ষাবিদকেই আচার্য পদে বসানো হোক ৷ এঁদের বক্তব্য হল, এমন একজনকে এই পদে বসানো হোক, যাঁর সঙ্গে রাজনৈতিক রঙের সম্পর্ক নেই।
সংশ্লিষ্ট একটি বিবৃতিতে বলা হয়েছে, "কোনও রাজনৈতিক বা প্রশাসনিক প্রধান আচার্য হলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ভঙ্গ হবে ৷" এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, শিল্পী সমীর আইচ, পরিচালক অনীক দত্ত-সহ অনেকেই ৷ একইসঙ্গে, রাজ্যপালের আচার্য পদে থাকারও বিরোধিতা করেছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি, এই পদে মুখ্যমন্ত্রীর থাকাটাও সমীচীন নয় বলেই মনে করছেন তাঁরা।