পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কেন্দ্রের সমহারে রাজ্যকে DA দেওয়ার নির্দেশ স্যাটের, মেটাতে হবে বকেয়াও - SAT

সর্বভারতীয় মূল্যসূচকের সঙ্গে সাযুজ্য রেখে DA দেওয়ার নির্দেশ দিল SAT ৷ এক বছরের মধ্যে বকেয়া DA মেটানোর নির্দেশ ৷

প্রতীকী ছবি

By

Published : Jul 26, 2019, 2:38 PM IST

Updated : Jul 26, 2019, 10:15 PM IST

কলকাতা, 26 জুলাই : মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার । কেন্দ্রের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকারকেও একই হারে DA দিতে হবে বলে জানিয়ে দিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT) । আজ এই রায়ের পাশাপাশি স্যাটের আরও নির্দেশ, এক বছরের মধ্যে সমস্ত বকেয়া মেটাতে হবে । বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও সুবেশ দাসের আরও নির্দেশ, সর্বভারতীয় মূল্য সুচকের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী তিন মাসের মধ্যে মহার্ঘ ভাতার হার কী হবে ঘোষণা করতে হবে । বিচারপতিদ্বয়ের আরও নির্দেশ, অনিয়মিতভাবে DA দেওয়ার জন্য সরকারি কর্মীরা যে কম বেতন পেয়েছেন, তাও মিটিয়ে দিতে হবে ৷

কনজ়িউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী DA দেয় কেন্দ্র । অর্থাৎ কেন্দ্রীয় মূল্য সূচকে বৃদ্ধির হার যা দাঁড়ায়, সেই হারে DA-ও বৃদ্ধি হয় । বছরে দুই বার অর্থাৎ 1 জানুয়ারি এবং 1 জুলাই—দু’বার ঘোষিত হয় DA। বিতর্কটা শুরু এখানেই ৷ বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় হারে DA দিলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সেই হারে তা পেতেন না ৷ এই অভিযোগের প্রেক্ষিতেই আজ তাদের নির্দেশ দিল স্যাট ৷ বিচারপতি বাগ এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চের বিচারাধীন ছিল 2017 সালের সরকারি কর্মচারীদের এই মামলা । বেঞ্চ জানায়, ষষ্ঠ পে কমিশন অথবা বকেয়া DA-আগামী এক বছরের মধ্যে যেটি আগে হবে, তা সরকারি কর্মচারীদের তা দিতে হবে ।

কী বলছেন আইনজীবী

আর একটি বিষয় এ দিনের রায়ে স্পষ্ট ৷ পশ্চিমবঙ্গ সরকারের যে সব কর্মীরা দিল্লি এবং চেন্নাইতে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে কিন্তু এত দিন কেন্দ্রীয় হারেই DA দিত রাজ্য সরকার । এই বন্দোবস্তকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়েছে স্যাট । পাশাপাশি আরও জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মরত কর্মচারীদের DA বিভিন্ন হারে দেওয়া, এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী । একই রাজ্য সরকারের কর্মী, কিন্তু DA পাবেন ভিন্ন হারে, এটা হতে পারে না— মন্তব্য স্যাটের । রাজ্য সরকারের সব কর্মীই সমহারে DA পাবেন বলে জানানো হয়েছে । দিল্লি এবং চেন্নাইতে যাঁরা কর্মরত, তাঁদের জন্য রাজ্যকে ইনসেনটিভ দেওয়ার উপদেশ দিয়েছে স্যাট । স্বাভাবিকভাবেই স্যাটের রায়ের ফলে সরকারি কর্মীরা ৷

Last Updated : Jul 26, 2019, 10:15 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details