কলকাতা, 9 জুলাই : রদবদল হল কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে ৷ আর তার ধাক্কা এসে লাগল বঙ্গ-বিজেপিতে ৷ মন্ত্রিত্ব পাওয়া-না পাওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি ৷ এভাবে চললে বিধানসভা ভোটের থেকেও খারাপ ফল অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উঠে এল একেবারে গেরুয়া শিবিরের অন্দর থেকে ৷ যা দেখে স্বাভাবিকভাবেই আনন্দিত শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু প্রকাশ্যে গোটা ব্যাপারটাই ‘বিজেপির অভ্যন্তরীণ বিষয়’ বলে এড়িয়ে যাচ্ছেন ঘাসফুল শিবিরের নেতারা ৷
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে ভারতীয় জনতা পার্টিতে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে নতুন নয় ৷ গত কয়েক বছরে বাংলায় বিজেপির ক্ষমতা যত বেড়েছে, ততই গোষ্ঠীদ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে গেরুয়া শিবিরে ৷ শীর্ষস্তরের প্রায় প্রতিটি নেতারই একেকটি গোষ্ঠী তৈরি হয়েছে ৷ যার ফল বিধানসভা নির্বাচনে হাড়েহাড়ে টের পেয়েছে বিজেপি ৷ বহু আসনে শুধু আদি-নব্য লড়াইয়ের জেরে তৃণমূলের কাছে হারতে হয়েছে পদ্ম-প্রার্থীদের ৷ ফলে ভোটে হারের পর দলের ‘একনিষ্ঠ’ কর্মীদের ক্ষোভ অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে ৷ অনেকে তা প্রকাশ্যে বলেওছেন ৷
আরও পড়ুন :সৌমিত্র জোকার ? যুব মোর্চার রাজ্য সভাপতিকে কী বললেন দিলীপ
কিন্তু বুধবার দুপুরের পর থেকে যা শুরু হয়েছে, তাতে নতুন করে প্রশ্ন উঠছে যে বিধানসভা ভোটের হার থেকে দলের নেতারা কি আদৌ কোনও শিক্ষা নিয়েছেন ? কারণ, নরেন্দ্র মোদির মন্ত্রী পরিষদে রদবদলের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহী হয়ে ওঠেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ জানিয়ে দেন তিনি আর ভারতীয় জনতা যুব মোর্চার বঙ্গ-শাখার সভাপতি পদে থাকতে চান না ৷ ইস্তফা দেওয়ার সেই সোশ্যাল-পোস্টের কয়েক মিনিটের মধ্যে তিনি হাজির হন ফেসবুক লাইভে ৷ যেখানে তিনি কার্যত তুলোধনা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ দিল্লির নেতাদের শুভেন্দু ভুল বোঝাচ্ছেন বলেও অভিযোগ করেন ৷ পাশাপাশি তোপ দাগেন বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ৷
এই নিয়ে শুভেন্দু অবশ্য পালটা কিছু বলেননি ৷ কিন্তু সৌমিত্রর সমালোচনায় সরব হন দিলীপ ৷ তাঁকে জোকার পর্যন্ত বলে বসেন৷ যদিও ততক্ষণে বিজেপির জাতীয় নেতৃত্বের নির্দেশে ইস্তফা ফিরিয়ে নিয়েছেন সৌমিত্র ৷ তার পর থেকে তিনি নীরবতা বজায় রেখেছেন ৷ এই পরিস্থিতিতে সৌমিত্রর বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হবে ? দিলীপ ঘোষ কার্যত ইঙ্গিত দিয়েছেন সৌমিত্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ৷
আরও পড়ুন :দলবিরোধিতায় এবার কড়া পদক্ষেপ বিজেপির, প্রথমেই নজরে রাজীব-সব্যসাচী