কলকাতা, 5 সেপ্টেম্বর :যুব কংগ্রেস কর্মী তথা অধীর অনুগামী জসিমুল আলমের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল । ছাত্রপরিষদের কলকাতা জেলার সভাপতি অর্ঘ্য গণের বিরুদ্ধে এই অভিযোগ করলেন স্বয়ং জসিমুল আলম। কয়েকদিন আগে মধ্যরাতে ফোন করে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন অধীর চৌধুরির ঘনিষ্ঠ বলে পরিচিত জসিমুল আলম। ছাত্র পরিষদের কলকাতা জেলার সভাপতি অর্ঘ্য গণের বিরুদ্ধে অভিযোগ ৷ মধ্যরাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে এসে জসিমুল আলমের বাড়ির সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে ছাত্র পরিষদের কলকাতা জেলা সভাপতির বিরুদ্ধে।
প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তা নিয়ে জসিমুল আলম সোশাল মিডিয়ায় অধীর চৌধুরির হয়ে প্রচার করেছিলেন। সোশাল মিডিয়ার এই প্রচার দেখে সোমেন মিত্রের অনুগামী বলে পরিচিত অর্ঘ্য গণ জসিমুল আলমকে প্রাণনাশের হুমকি এবং তার মা ও বোনকে ধর্ষণের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন জসিমুল আলম।
ছাত্রপরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, অধীর অনুগামীকে খুনের হুমকি - অধীর চৌধুরি
প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন এই নিয়ে ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে ৷ ছাত্র নেতা জসিমুল আলম সোশাল মিডিয়ায় অধীর চৌধুরির হয়ে প্রচার করেন ৷ অভিযোগ, এই প্রচার দেখে ছাত্র পরিষদের কলকাতা জেলার সভাপতি অর্ঘ্য গণ জসিমুল আলমকে প্রাণনাশের হুমকি দেয় ৷
সেদিন রাতের অশ্রাব্য, অশ্লীল গালিগালাজের একটি ভয়েস মোবাইলে রেকর্ড করে রেখেছেন জসিমুল আলম। জসিমুলের দাবি, সেই কন্ঠস্বর অর্ঘ্য গণের। একাধিক ভয়েস রেকর্ড করে রেখেছেন তিনি।সমগ্ৰ ঘটনা জানানো হয়েছে ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদকে। পুলিশের কাছে অভিযোগ জানান হয়েছে। ছাত্র পরিষদের কলকাতা জেলা সভাপতি অর্ঘ্য গণের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে, সমগ্ৰ ঘটনা অস্বীকার করেন তিনি। অর্ঘ্য গণ বলেন, "আমি চক্রান্তের শিকার। সমগ্ৰ বিষয় নিয়ে আইনজীবীর পরামর্শ নিচ্ছি। আমার কন্ঠস্বর বলে যা রেকর্ড করা হয়েছে তা আমার নয়।" ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ জানান, "বিষয়টি তদন্ত সাপেক্ষ। দলকে সব জানানো হয়েছে।"