পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কালোবাজারি রুখতে সিদ্ধান্ত, সরকার অনুমোদিত সংস্থাতেই মিলবে ব্ল্যাক ফাংগাসের ইঞ্জেকশন - ব্ল্যাক ফাংগাস

স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, সমস্যা হয় কিছু বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের ক্ষেত্রে ৷ ওই হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিবারকে ইঞ্জেকশন খোলা বাজার থেকে কিনে আনতে বলে । এবার থেকে যা আর করা যাবে না ৷

injections-of-black-fungus-will-be-sold-only-by-government-approved-companies
injections-of-black-fungus-will-be-sold-only-by-government-approved-companies

By

Published : Jun 5, 2021, 4:24 PM IST

কলকাতা, মে 5: করোনার পাশাপাশি রাজ্যে বাড়ছে ব্ল্যাক ফাংগাস আতঙ্ক । ফলে ব্ল্যাক ফাংগসের জরুরি ইঞ্জেকশন অ্যাম্ফোটেরিসিন বি (Amphotericin B) নিয়ে কালোবাজারির আশংকাও বাড়ছিল । এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়ে দিল, এরপর থেকে ব্ল্যাক ফাংগাসের চিকিৎসায় জরুরি ইঞ্জেকশন অ্যাম্ফোটেরিসিন বি (Amphotericin B) আর খোলা বাজারে বিক্রি করা যাবে না । ওই ইঞ্জেকশন বিক্রি করতে পারবে কেবল সরকার অনুমোদিত সংস্থাই ৷

রাজ্য স্বাস্থ দফতরের এক কর্তার মতে, যে সব ব্ল্যাক ফাংগাস রোগী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁদের হাসপাতালের তরফেই অ্যাম্ফোটেরিসিন বি (Amphotericin B) ইঞ্জেকশন দেওয়া হয় । ওই স্বাস্থ্য দফতরের কর্তার বক্তব্য, "সমস্যা হয় কিছু বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের ক্ষেত্রে ৷ ওই হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিবারকে ইঞ্জেকশন খোলা বাজার থেকে কিনে আনতে বলে থাকে । এবার থেকে যা আর করা যাবে না ৷ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা রোগীর পরিবারকে অ্যাম্ফোটেরিসিন বি (Amphotericin B) ইঞ্জেককশন কিনে আনতে বলতে পারবে না । ইঞ্জেকশন জোগাড় করে দিতে হবে হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষকেই ৷"

আরও পড়ুন: ফের শিলিগুড়িতে ব্ল্যাক ফাংগাসের থাবা, আক্রান্ত 1

অ্যাম্ফোটেরিসিন বি (Amphotericin B) ইঞ্জেকশন কোন সংস্থা বিক্রি করবে বা কোথা থেকে কেনা যাবে, সে বিষয়েও বিধিনিষেধ জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর । ওই স্বাস্থ্য কর্তা জানান, কেবলমাত্র সরকার অনুমোদিত 7টি সংস্থা থেকেই কেনা যাবে ইঞ্জেকশন ৷

ABOUT THE AUTHOR

...view details