পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে ফের শান্তিপূর্ণ বিক্ষোভ অভিভাবকদের - স্কুলে ফি বৃদ্ধি

প্রতিটি ক্লাসের জন্য 23 শতাংশ করে ফি বাড়িয়েছে কলকাতার একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ । এই বিপুল পরিমাণ ফি বৃদ্ধি মানতে নারাজ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা । ফি বৃদ্ধির প্রতিবাদে ওই স্কুলের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান তাঁরা ।

South point school
সাউথ পয়েন্ট স্কুল

By

Published : Feb 7, 2020, 11:31 PM IST

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : আজ ফের ফি বৃদ্ধির প্রতিবাদে শহরের এক বেসরকারি স্কুলের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । তাঁদের দাবি, সব ক্লাসের যে 23 শতাংশ ফি বৃদ্ধি হয়েছে তা কোনও অভিভাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয় । নিজেদের দাবি নিয়ে আজ প্রিন্সিপালের সঙ্গে বৈঠকও করেন তাঁরা । সেখানে এই ফি বৃদ্ধি একসঙ্গে না করে বছরে বছরে কিছু শতাংশ করে বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয় অভিভাবক ফোরামের তরফে । প্রিন্সিপাল বিষয়টি দেখার আশ্বাস দিলে আজকের মতো কর্মসূচি শেষ করেন তাঁরা ।

হঠাৎ করে সব ক্লাসের ফি 23 শতাংশ করে বাড়িয়ে দিয়েছে কলকাতার একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ । এই বিপুল পরিমাণ ফি বৃদ্ধি মানতে নারাজ ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা । তাই গত শুক্রবার তাঁরা স্কুলের সামনে জমায়েত করে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান । ওইদিন প্রিন্সিপাল স্কুলের ডিসিশন মেকারদের সঙ্গে দ্রুত বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দিলে ওইদিনের মতো কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা । কিন্তু, অভিভাবকদের দেওয়া এক সপ্তাহ সময়ের মধ্যে বৈঠক না হওয়ায় আজ ফের তাঁরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন । দুপুর 1টা নাগাদ শান্তিপূর্ণ মিছিল করে স্কুলের সামনে জমায়েত করেন জুনিয়র ও সিনিয়র সেকশনের অভিভাবকরা । তাঁরা জমায়েত করার কিছুখনের মধ্যে দুপুর দেড়টা নাগাদ তাঁদের দেখা করার জন্য ডাকেন স্কুলের প্রিন্সিপাল। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ও ফাইন্যান্স ডিপার্টমেন্টের আধিকারিকরাও ।

প্রায় দু'ঘণ্টা ধরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলে অভিভাবকদের । বৈঠকে হওয়া আলোচনা নিয়ে ওই স্কুলের প্যারেন্টস ফোরামের তরফ থেকে এক অভিভাবিকা বলেন, "আমাদের প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক হয়েছে । সেই বৈঠকে আমরা প্যারেন্টস ফোরাম থেকে প্রায় 12 জন মতো অভিভাবক গেছিলাম । জুনিয়র ও হাইস্কুলের অভিভাবকরাও ছিলেন । ওই বৈঠকে আমরা যেটা বুঝলাম, ওনারা কিছু করতে পারবেন না, এই ফি বৃদ্ধি থেকে সরে আসতে পারবেন না । তাই আমরা অভিভাবকরা একটা পরামর্শ দিয়েছি । আমরা বলেছি, আপনারা বছরে 10 শতাংশ করে ফি বাড়ান যেটা আমরা মেনে নিচ্ছি । তাহলে আপনারা এই 23 শতাংশটা যে অতিরিক্ত বৃদ্ধি করছেন সেটা ইন্সটলমেন্টে নিন । 6-7 শতাংশ এই বছরে নিন এবং বাকিটা আপনারা পরের বছরগুলোতে নিন । তাহলে আপনারা আপনাদের দিকটা ধরে রাখতে পারবেন ও আমাদের উপরেও চাপ আসবে না । এই প্রস্তাবে উনি রাজি হননি, মত দেননি, নাও করেননি । উনি স্পষ্টভাবে বলেছেন যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের নোটিশের মাধ্যমে জানানো হবে । সেটা কতদিনের মধ্যে আসবে সেটা জানানো হয়নি ।"

স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর দুপুর সাড়ে তিনটে নাগাদ প্যারেন্টস ফোরামের তরফ থেকে বৈঠকে উপস্থিত অভিভাবকরা অন্য অভিভাবকদের আলোচনা সম্পর্কে জানান । সেখানেই তাঁরা সিদ্ধান্ত নেন, তাঁরা আরও এক সপ্তাহ দেখবেন কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয় কি না । কোনও পদক্ষেপ না নিলে তাঁরা পরিস্থিতি বিবেচনা করে তাঁদের আগামী পদক্ষেপ ঠিক করবেন । তবে কোনও অবস্থাতেই একসঙ্গে এই 23 শতাংশ ফি বৃদ্ধি মেনে নেবেন না বলে স্পষ্ট জানাচ্ছেন তাঁরা । তবে আপাতত বিক্ষোভ তুলেছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details