পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ইনফোসিস, স্টার সিমেন্টকে শিল্প গড়তে ছাড়, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর - শিল্প গড়তে ছাড়পত্র

নিউ টাউনে সিলিকন ভ্যালিতে আরও 20টি IT সংস্থাকে জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উইপ্রোর আবেদন মেনে তাদেরকেও জমি দেওয়া হবে বলে জানান মুখ্য়মন্ত্রী ৷ আজ নবান্ন থেকে এই কথা ঘোষণা করেন তিনি ৷

cm announced from nabanna
নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

By

Published : Dec 1, 2020, 8:07 PM IST

Updated : Dec 1, 2020, 9:03 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শিল্পায়নের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন থেকে ইনফোসিস, 20 টি IT ইউনিট, স্টার সিমেন্ট ইউনিট সহ একাধিক সংস্থার নাম করে বাংলায় শিল্পের ভবিষ্যৎ কর্মপন্থার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।


রাজ্যে শিল্প ও কর্মসংস্থান না হওয়া নিয়ে ভোটের আগে যখন বিরোধীদের তোপের মুখে রাজ্য সরকার, ঠিক এমন সময় তার জবাব দিতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন," সিলিকন ভ্যালিকে নিউটাউনে 100 একর জমি দিয়েছিলাম। ভেবেছিলাম খালি পড়ে থাকবে। কেউ আসবে না। কিন্তু ইতিমধ্যে সবটাই পুর্ণ হয়ে গিয়েছে। এবারে দাবি হয়েছে আরও 100 একর জমির। সে কারণে 100 একর জমি আরও দিলাম। ওই একই জায়গায় সহযোগী শিল্প গড়ে তোলার জন্য জমি দেওয়া হয়েছে 20 টি IT সেক্টরকে। এর ফলে কর্মসংস্থান ঘটবে হাজার হাজার ছেলেমেয়ের। "

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে ইনফোসিস ও স্টার সিমেন্টকে শিল্প গড়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইনফোসিস রাজ্যে বিশেষ আর্থিক অঞ্চল গড়ে তুলতে চেয়েছিল। তবে এ বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে কি না, তা নিয়ে তা অবশ্য জানাননি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তুলবে ইনফোসিস। এ বিষয়ে আগামী 20 ডিসেম্বর তারা পরিকল্পনা জমা দেবে। 2021 সালের জুলাই মাস থেকে শুরু করবে কাজ। 24 মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রেখেছে তারা।

Last Updated : Dec 1, 2020, 9:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details