পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভারতের বাজেট, বললেন মুকুল ; বাজেট দিশাহীন, পালটা পার্থর - Sujan Chakrabarty

কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রত্যাশামতো দুই ভিন্ন মেরুতে সরকার ও বিরোধীরা । নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলে যোগ দেওয়া মুকুল প্রত্যাশা মতোই বাজেটের প্রশংসায় পঞ্চমুখ । যদিও একে অন্তঃসারশূন্য, দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

মুকুল রায় ফাইল ছবি

By

Published : Jul 5, 2019, 5:47 PM IST

Updated : Jul 5, 2019, 9:02 PM IST

কলকাতা, 5 জুলাই : কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রত্যাশামতো দুই ভিন্ন মেরুতে সরকার ও বিরোধীরা । তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগ দেওয়া মুকুল রায় এক দিকে বাজেটের প্রশংসায় পঞ্চমুখ । তখনই তীব্র বিরোধিতা উড়ে এল তৃণমূলের পক্ষ থেকে ।

নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলে যোগ দেওয়া মুকুল প্রত্যাশা মতোই বাজেটের প্রশংসায় পঞ্চমুখ । মুকুলের দাবি, "এটা বাংলার মানুষের বাজেট । ভারতের মানুষের বাজেট ।" নির্মলার বাজেট আগামীদিনে দেশকে দিশা দেখাবে বলেও দাবি করেন মুকুল ।

অন্যদিকে, কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনায় তৃণমূল । একে অন্তঃসারশূন্য, দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বাজেটের সমালোচনা শোনা গেছে বামেদের গলাতেও । সুজন চক্রবর্তীর অভিযোগ, এই বাজেটে সাধারণ মানুষের কোনও লাভ হবে না ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jul 5, 2019, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details