কলকাতা, 19 জুন : চিনের সংস্থাগুলিকে দেশীয় বাজারে বাণিজ্য করতে দেওয়া বন্ধ করতে হবে । সর্বদলীয় বৈঠকে আজ এভাবেই চিনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
দেশের সার্বিক কোরোনা পরিস্থিতিতে নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা মুখ্যমন্ত্রীদের বৈঠক যোগ দেননি মুখ্যমন্ত্রী । তারপর থেকেই লাদাখ ইশুতে সর্বদলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কি না, তা নিয়ে শুরু হয় জল্পনা । তবে গতকাল মমতা স্পষ্ট করে দেন, তিনি সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন । আজকের বৈঠকে শুধুমাত্র যোগ দেওয়াই নয়, নিজের গুরুত্বপূর্ণ মতামতও জানালেন ।
সর্বদলীয় বৈঠক ডাকার জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করি । তবে আমাদের সতর্ক হতে হবে । " পাশাপাশি, চিনের বিভিন্ন সংস্থাগুলিকেও দেশে ব্যবসা করতে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাঁর মতে, "টেলিকমিউনিকেশন, রেল, উড়ান পরিষেবাসহ অন্য ক্ষেত্রগুলিতে চিনের সংস্থাগুলিকে দেশীয় বাজারে ঢুকতে দেওয়া বন্ধ করা উচিত ।"