পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid-19 : বঙ্গের করোনা সংক্রমণের বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রের চিঠি রাজ্যকে - Narendra Modi

দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার এই নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ৷ চিঠিতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে কলকাতার নাম ৷ মহানগরের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র যে উদ্বিগ্ন, তাও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে ৷

india government writes letter to west bengal government regarding increase of covid-19 cases
Covid-19 : বঙ্গের করোনা সংক্রমণের বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রের চিঠি রাজ্যকে

By

Published : Oct 26, 2021, 8:01 PM IST

Updated : Oct 26, 2021, 8:21 PM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর : দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার এই নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ৷ চিঠিতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে কলকাতার নাম ৷ মহানগরের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র যে উদ্বিগ্ন, তাও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ওই চিঠিতে উল্লেখ করেছেন যে, সারা দেশে করোনার সংক্রমণ ক্রমশ নিচের দিকে নামছে ৷ কিন্তু এই পরিস্থিতিতে বঙ্গে সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ বিশেষ করে গত 30 দিনে পশ্চিমবঙ্গে সংক্রমণ ও করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন :School Re-Open: স্কুল খোলা নিয়ে ভিন্নমত পোষণ শিক্ষক থেকে অভিভাবকদের

রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে লেখা ওই চিঠিতে তিনি জানিয়েছেন, গত 30 দিনে ভারতে সংক্রমণের পরিমাণের 3.4 শতাংশ সংক্রমণ পশ্চিমবঙ্গে হয়েছে ৷ মৃত্যুর 4.7 শতাংশ পশ্চিমবঙ্গ থেকে ৷ কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক বলেও সেখানে পরিসংখ্যান দিয়ে উল্লেখ করেছেন রাজেশ ভূষণ ৷

একই সঙ্গে উৎসবের মরসুমে করোনা সংক্রমণ ঠেকাতে আরও কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন রাজ্য সরকারের কাছে ৷

আরও পড়ুন :Covid19 : সংক্রমণ বৃদ্ধি পেলেও কনটেনমেন্ট জোন শুরু করতে অনিচ্ছুক কলকাতা পৌরনিগম

Last Updated : Oct 26, 2021, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details