কলকাতা, 4 জুন : নবান্নে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আলাপন-বিতর্কের চ্যাপ্টার ক্লোজড ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই নিয়ে এখনই ইতি টানতে নারাজ ৷ অন্তত কেন্দ্রের একটি সূত্র তো তাই ইঙ্গিত দিচ্ছে ৷
শুক্রবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে টুইট করেছে সংবাদসংস্থা এএনআই ৷ সেই টুইটে লেখা আছে, বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শোকজের উত্তর পাঠিয়েছেন ৷ আপাতত সেই উত্তর পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ পরবর্তী পদক্ষেপ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
এর থেকে ওয়াকিবহাল মহলের অনুমান, এই বিতর্ক এখানেই থামার নয় ৷ হয়তো এর পরও চিঠির আদানপ্রদান হবে রাজ্য ও কেন্দ্র কিংবা কেন্দ্র ও আলাপন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ৷ অথবা আলাপনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়াও হতে পারে ৷ এখন দেখার কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে কী পদক্ষেপ করে !
আরও পড়ুন :যশে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে দু'দিনের জেলা সফরে কৃষিমন্ত্রী শোভনদেব
উল্লেখ্য, যশ নিয়ে পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে কেন্দ্র চিঠি পাঠিয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়কে ৷ বৃহস্পতিবারের মধ্যে তাঁকে শোকজের উত্তর দিতে বলা হয়েছিল ৷ তিনি গতকাল, বৃহস্পতিবারই উত্তর পাঠিয়ে দেন ৷