কলকাতা, 2 মার্চ : প্রত্যাশিতভাবেই পৌর নির্বাচনের ফলাফলে সবুজ ঝড়ের সাক্ষী থাকল বাংলা ৷ 90 শতাংশের বেশি ওয়ার্ডে জিতল তৃণমূল কংগ্রেস (TMC Wins most seats in Bengal Civic Polls 2022) ৷ কিন্তু সামগ্রিকভাবে বাংলার পৌরভোটে দ্বিতীয় স্থানে নির্দল ৷ এমনকী, বাকিরা নির্দলের জয়ী মোট আসনের অর্ধেকের বেশি আসন জিততে পারেনি ৷
পশ্চিমবঙ্গের 108টি পৌরসভার প্রায় বাইশশো ওয়ার্ডে ভোট গ্রহণ হয় গত রবিবার ৷ বুধবার ফলাফল প্রকাশের সময় দেখা গেল প্রায় ঊনিশশো আসনে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা ৷ বাকি আসনগুলি নির্দল ও বিরোধীদের মধ্যে ভাগাভাগি হয়েছে ৷
নির্দল প্রার্থীরা জিতেছেন শতাধিক আসনে (independent candidates of bengal civic polls 2022 wins more than hundred seats) ৷ বিজেপি 63টি, বামেরা 50-এর কাছাকাছি, কংগ্রেসও প্রায় 60টি আসনে জিতেছে ৷ রাজনৈতিক পর্যেবক্ষকদের মতে, এই ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷