কলকাতা, 16 অক্টোবর : শহরের বিভিন্ন পানশালায় গিয়ে টাকা ওড়ানোই নেশা । সঙ্গে গায়িকাদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি, কু-প্রস্তাব । পুলিশ সূত্রে খবর, এমন বহু অভিযোগ ছিল চন্দন শ্রীবাস্তব, বিষ্ণু সিংদের বিরুদ্ধে । গতরাতেও সেই একই ঘটনা ঘটে । তবে এবার সহ্য করেননি এক গায়িকা । অশালীন অঙ্গভঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়ান । গ্রেপ্তার করা হয়েছে চন্দনসহ তিনজনকে ৷
কলকাতার পানশালায় গায়িকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেপ্তার 3 - কলকাতায় পানশালায় সিঙ্গারকে অশালীন অঙ্গভঙ্গি
পানশালায় গায়িকার সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তি ৷ ঘটনায় প্রগতি ময়দান থানার পুলিশ 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ৷
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি প্রগতি ময়দান থানা এলাকার ল্যারিকা বারের । গতরাতে সেখানে মদ্যপান করছিল চন্দন ও তার দলবল । নেশা হতেই শুরু হয় টাকা ওড়ানো । সঙ্গে অশালীন ইশারা । অভিযোগ, নির্দিষ্ট এক গায়িকা পারফর্ম করতে শুরু করলে তাকে উত্যক্ত করতে শুরু করে চন্দনের দলবল । কু-ইঙ্গিত করে ওই গায়িকাকে তারা টাকা দিতে গেলে, তিনি তা নিতে চাননি । আর তাতেই রেগে যায় চন্দন, বিষ্ণু এবং তাদের আর এক সাগরেদ বিশ্বজিৎ দে । ওই গায়িকাকে কটূক্তি করতে থাকে । সঙ্গে চলতে থাকে গালিগালাজও । অভিযোগ, হুমকি পর্যন্ত দেয় চন্দন ৷ এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । বার কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় প্রগতি ময়দান থানায় । ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷
জানা গেছে, অপরাধ জগতে চন্দনের হাতেখড়ি আজ নয় । একটা সময় শিয়ালদা অঞ্চলের ত্রাস কেলো ভোলার ডান হাত ছিল সে । শিয়ালদা থেকে বেলেঘাটা অঞ্চল পর্যন্ত চলত তার দাদাগিরি । ইস্টার্ন রেলের শিয়ালদা শাখায় রেলের পার্সেল টেন্ডার ছিল তার দখলে । পার্সলে দখলদারি নিয়ে সে সময় বিস্তর রক্ত ঝরেছে শিয়ালদা চত্বরে । মারধর, তোলাবাজি, ভয় দেখানো এমনকী অস্ত্র আইনে তার বিরুদ্ধে এর আগে মামলা করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর । বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছে সে ।