কলকাতা, 27 জুলাই: কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়েনি । কিন্তু, রাজ্যে বাড়ল । আগেই হাজার ছাড়িয়েছে রাজ্যের কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । এই মুহূর্তে রাজ্যে মোট কনটেনমেন্ট রাজ্যের সংখ্যা 1023 টি । সর্বাধিক পূর্ব বর্ধমানে । এই জেলায় কনটেনমেন্ট জ়োন বেড়ে হল 174 টি । দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়া । কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 130 । 110 টি জ়োন নিয়ে তৃতীয় স্থানে উত্তর 24 পরগনা । তবে, এই জেলার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা অপরিবর্তিত রয়েছে । কলকাতাতে কনটেনমেন্ট জোনের সংখ্যা 31।
ডাবল সেঞ্চুরির পথে পূর্ব বর্ধমান ! রাজ্যে কনটেনমেন্ট জ়োন 1023 - বাড়ল রাজ্যের কনটেনমেন্ট জ়োনের সংখ্যা
কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে পূর্ব বর্ধমান, হাওড়া ও কালিম্পংয়ে । তবে, কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়েনি -৷
রবিবার প্রশাসনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাওড়ায় এমুহূর্তে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 91 । আগে ছিল 80 টি । দক্ষিণ 24 পরগনায় সংখ্যা (79) অপরিবর্তিত । উত্তর 24 পরগনায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 110 । হুগলিতে 27, নদিয়ায় 122 থেকে বেড়ে হয়েছে 130, পূর্ব মেদিনীপুরে 24 টি ৷ অপরিবর্তিত রয়েছে ৷ পশ্চিম মেদিনীপুরে 86, পূর্ব বর্ধমান 169 থেকে বেড়ে হয়েছে 174, মালদায় 4 টি রয়ে গিয়েছে, জলপাইগুড়িতেও সংখ্যা অপরিবর্তিত । এই জেলায় কনটেনমেন্ট জ়োন 11 টি । দার্জিলিংয়ে 7, কালিম্পংয়ে 13 থেকে বেড়ে হয়েছে 18 । উত্তর দিনাজপুরে 77 থেকে বেড়ে হয়েছে 79 । দক্ষিণ দিনাজপুরের 11টি রয়ে গেছে । মুর্শিদাবাদ 20, বাঁকুড়া 46, বীরভূমে 32, কোচবিহারে 3 । এই চারটি জেলায় সংখ্যা অপরিবর্তিত । পুরুলিয়ায় 42 টি থেকে বেড়ে হয়েছে 46 । আলিপুরদুয়ারে 28 টি কনটেনমেন্ট জ়োন চিহ্নিত করা হয়েছে ।
কনটেনমেন্ট জ়োনের সংখ্যা অনেকটাই বেড়েছে পূর্ব বর্ধমান, হাওড়া ও কালিম্পংয়ে । একমাত্র ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় কোনও কনটেনমেন্ট জ়োন নেই ।