কলকাতা, 17 নভেম্বর : মঙ্গলবার থেকে স্কুল-কলেজ খোলার পর এক লাফে বাড়ল কলকাতা মেট্রো রেলের উপার্জনও । শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথমদিনেই বাড়ল মেট্রোর যাত্রী সংখ্যা । তাই বাড়ল মেট্রোর আয় ।
কলকাতা মেট্রো রেল কতৃপক্ষের তরফে পাওয়া তথ্য অনুসারে, প্রতিদিন যত যাত্রী হচ্ছে সেই তুলনায় মঙ্গলবার যাত্রী বেড়েছে প্রায় 30 হাজারের বেশি । গতকাল মেট্রোয় সারাদিনে যাত্রী সংখ্যা ছিল 3 লক্ষ 34 হাজার 345 । অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যা বেড়েছে 30 হাজারের কিছু বেশি ।
আরও পড়ুন :Rohit Roy: মায়ের কোলে চেপেই প্রেসিডেন্সিতে ক্লাস শুরু রোহিতের
পাশাপাশি স্মার্ট কার্ডের বিক্রিও বেড়েছে অনেকটাই । গতকাল সারাদিনে স্মার্ট কার্ড বিক্রি হয়েছে 9568 । আজ বেলা 2 টো পর্যন্ত 5300 স্মার্ট কার্ড বিক্রি হয়েছে । কলকাতা মেট্রোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেছেন, ‘‘লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে পরিষেবা । পরিষেবার সময়ও বেড়েছে । তবে যেহেতু এখনও বহু অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল, তাই যাত্রী সংখ্যা বেশ কম হচ্ছিল ।’’