কলকাতা, 29 অগাস্ট : পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্যোগ রাজ্যের ৷ গতকাল কসবা পরিবহন ভবনের মঞ্চ থেকে 40টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এছাড়াও আরও 20 টি CNG বাসের উদ্বোধন করেন ৷ এই বাসগুলি দুর্গাপুর-আসানসোল রুটে চলাচল করবে ৷
পরিবেশকে দূষণমুক্ত রাখতে দ্বিতীয় পর্যায়ে 40টি ইলেকট্রিক বাসের উদ্বোধন - Suvendu Adhikari inaugurate electric buses to keep the environment pollution free
গতকাল কসবা পরিবহন ভবনের মঞ্চ থেকে 40টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এছাড়াও আরও 20 টি CNG বাসের উদ্বোধন করেন ৷
অনুষ্ঠানে 2500 জন গতিধারা প্রকল্পের উপভোক্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয় । পাশাপাশি 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রচার অভিযানের জন্য বেশ কিছু সরঞ্জাম পুলিশ ও জেলা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে যে সমস্ত পরিবার নিজেদের আত্মীয়-পরিজনদের পথ দুর্ঘটনায় হারিয়েছে তাদের হাতে চেক তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে শুভেন্দুবাবু ছাড়াও ছিলেন পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগাম, পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং অন্যান্যরা ।
শুভেন্দুবাবু জানান, ইলেকট্রিক বাসের কোনও বিকল্প নেই । শহরকে দূষণমুক্ত রাখতে এই উদ্যোগ । ইতিমধ্যেই আসানসোল ও শিলিগুড়িতে 25টি, নিউটাউন-রাজারহাট এলাকা এবং হলদিয়ায় আরও 50 টি ইলেকট্রিক বাসের অনুমোদন পাওয়া গেছে ৷ খুব তাড়াতাড়ি সেগুলির উদ্বোধন করা হবে । এছাড়াও কলকাতার প্রান্তিক এলাকাতেও ইলেকট্রিক বাস পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের ৷ রাজ্যে যাতে ইলেকট্রিক চালিত ছোট গাড়ির ব্যবহার আরও বাড়ানো যায় তারজন্য বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়ার পরিকল্পনাও রয়েছে । জেলাগুলিতেও ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্যজুড়ে যে 55টি ইলেকট্রিক চার্জিং স্টেশন রয়েছে সেখানে যে কোনও ইলেকট্রিক চালিত গাড়ি শুধুমাত্র ইলেকট্রিকের খরচ দিয়ে নিজেদের গাড়ি চার্জ দিয়ে নিতে পারবে ৷