কলকাতা, 11 জুন : হাওড়ার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ সেই সঙ্গে আইনশৃঙ্খলা অবনতি এবং তার সঙ্গে যুক্ত সকলকে গ্রেফতারের দাবি জানালেন রাজ্যপাল ৷ রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা দুর্ভাগ্যজনক বলে সমালোচনাও করেন তিনি (Inaction of Government is Unfortunate Governor on Law and Order of Howrah) ৷
এ দিন রাজ্যপাল তাঁর টুইটারে মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ৷ ধনকড় তাঁর টুইটারে উল্লেখ করেন, ‘‘9 মে থেকে আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, তা খুবই উদ্বেগজনক ৷ আইনশৃঙ্খলা যারা ভেঙেছে, তাদের প্রতি মুখ্যসচিব, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তা খুবই দুর্ভাগ্যজনক ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ৷ এর সঙ্গে যুক্ত সকলকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক (All involved be identified and arrested) ৷’’