কলকাতা, 18 জুলাই : গত পাঁচ বছরে সারদা মামলার তদন্তে কিছুই করেনি CBI । CBI বনাম রাজীব কুমার মামলার শুনানির দ্বিতীয় দিনেও কেন্দ্রের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হাইকোর্টে তোপ দাগলেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় ।
কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, " সারদা মামলায় রাজ্য পুলিশ যেটুকু তদন্ত করেছিল, CBI তারপর থেকে গত পাঁচ বছরে কিছুই করেনি । 2014-র 4 জুন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সারদা চিটফান্ড মামলার তদন্তভার গ্রহণ করে CBI । কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কিছুই করেনি CBI । গত পাঁচ বছরে SEBI ও RBI-র একজন আধিকারিককেও গ্রেপ্তার করতে পারেনি CBI । " প্রাক্তন CP-র আইনজীবীর অভিযোগ, এই মামলায় SEBI, RBI-র বেশকিছু আধিকারিক জড়িত, যারা অন্যায়ভাবে সারদা গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে নিজেরাই জড়িয়ে পড়েন ।