পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় দু'জনকে গ্রেফতার করল সিবিআই

ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) মামলা শনিবার দু'জনকে গ্রেফতার করল সিবিআই (CBI) ৷ নদিয়ার চাপড়ায় তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে ৷

ভোট পরবর্তী হিংসায় দু'জনকে গ্রেফতার করল সিবিআই
ভোট পরবর্তী হিংসায় দু'জনকে গ্রেফতার করল সিবিআই

By

Published : Aug 28, 2021, 8:18 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তভার নেওয়ার পর দু'জনকে গ্রেফতার করল সিবিআই (CBI) ৷ নদিয়া জেলায় খুনের চেষ্টার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে ৷ শনিবার তাদের গ্রেফতার করা হয়েছে ৷

সিবিআই জানায়, গত 14 মে নদিয়ার চাপড়ায় ধর্ম ঘোষ এবং তাঁর পরিবারের উপর হামলা চালানো হয় ৷ তাতে ধর্ম ঘোষ গুরুতর জখম হন ৷ ধর্ম ঘোষ এবং তাঁর পরিবারের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত হল বিজয় ঘোষ এবং অসীমা ঘোষ ৷ এছাড়া আরও 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় ৷ এদিন পনেরোটি জায়গায় তল্লাশি চালানো হয় ৷ সেই তল্লাশিতেই ধরা পড়ে ধৃতরা ৷ তাদের প্রথমে আটক করা হয় ৷ পরে গ্রেফতার করা হয়েছে ৷

এই ঘটনায় সিবিআই মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ এনিয়ে আরও দশটি নিয়ে ভোট পরবর্তী হিংসার মামলায় মোট 21টি অভিযোগ দায়ের করেছে সিবিআই ৷

আরও পড়ুন : Post Poll Violence : আক্রান্ত কর্মীদের জন্য দিল্লি থেকে আর্থিক সাহায্য পেল রাজ্য বিজেপি নেতৃত্ব

ABOUT THE AUTHOR

...view details