কলকাতা, 1 অক্টোবর : আজ সল্টলেক BJ ব্লক শারদ উৎসব কমিটির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, সব্যসাচী দত্ত ৷ উদ্বোধনের সময় আশপাশ থেকে কয়েকজন হঠাৎ করেই 'জয়শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন ৷ অস্বস্তিতে পড়ে জিভ কেটে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করেন সব্যসাচী দত্ত ৷
সল্টলেকে BJ ব্লকে দুর্গাপুজোর উদ্বোধন অমিত শাহর
আজ সল্টলেক BJ ব্লক শারদ উৎসব কমিটির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উদ্বোধনের সময় আশপাশ থেকে কয়েকজন হঠাৎ করেই 'জয়শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন ৷ অস্বস্তিতে পড়ে জিভ কেটে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করেন সব্যসাচী দত্ত ৷
কড়া নিরাপত্তার ঘেরাটোপে অমিত শাহ এই পুজোর উদ্বোধন করতে আসেন । পুজো কমিটির দাবি ছিল, BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ এই পুজো উদ্বোধন করুন । সেই মতো সল্টলেক-বিধাননগরের BJP কর্মী সমর্থকদেরও এই পুজোয় আসার আমন্ত্রণ জানানো হয়নি ৷ বরং না আসার জন্য আবেদন জানানো হয়েছিল ৷
BJP-র রাজ্য কমিটির সদস্য ও BJ ব্লক শারদ উৎসব কমিটির সভাপতি উমা শংকর ঘোষদস্তিদার বলেন, "খুব সুন্দর ভাবেই আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজো উদ্বোধন করলেন । এলাকার মানুষের মধ্যেই খুবই উদ্দীপনাও দেখা গেছে । "
TAGGED:
jai sri ram