পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রতারণা মামলায় গ্রেপ্তার মুকুল ঘনিষ্ঠ আরও এক - police arrest a person

প্রতারণা মামলায় মুকুল রায় ঘনিষ্ঠ আরও এক ব্যক্তি গ্রেপ্তার ৷ ধৃতের নাম সাদ্দাম আনসারি ৷

প্রতীকী ছবি

By

Published : Aug 24, 2019, 2:04 PM IST

কলকাতা, 24 অগাস্ট: প্রতারণা মামলায় মুকুল রায় ঘনিষ্ঠ আরও এক ব্যক্তি গ্রেপ্তার ৷ ধৃতের নাম সাদ্দাম আনসারি ৷ গতকাল সরশুনা থানার পুলিশ সাদ্দাম আনসারিকে গ্রেপ্তার করে ৷

রেলের একটি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে বাবান ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ পুলিশের কাছে দায়ের হওয়া সেই অভিযোগে বাবানের পাশাপাশি সাদ্দাম আনসারির নামও রয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করে ৷ পুলিশ সূত্রে খবর, প্রতারণা মামলার FIR-এ নাম রয়েছে বাবান ঘোষ, রহুল সাউ ও সাদ্দাম আনসারির পাশাপাশি মুকুল রায়ের ৷ মঙ্গলবার পুলিশ বাবানকে গ্রেপ্তার করে ৷ এরপরই গ্রেপ্তার করা হল সাদ্দামকে ৷ তাকে বাবুঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ ৷

আরও পড়ুন : প্রতারণার অভিযোগ, হাইকোর্টে আগাম জামিনের আবেদন মুকুলের

জুলাইয়ে বেহালার সরশুনার বাসিন্দা জনৈক সন্তু গঙ্গোপাধ্যায় সাদ্দাম আনসারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগ, 2015 সালে নিজাম প্যালেসে বাবান ঘোষের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল ৷ তাঁকে রেলের একটি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল বাবান ৷ এজন্য সন্তুর কাছ থেকে 70 লাখ টাকা নেয় বাবান ৷ টাকা নেওয়ার সময় সে একাধিকবার মুকুল রায়ের নাম বলেছিল ৷ সন্তুকে দিল্লি নিয়ে গিয়ে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুর আপ্ত সহায়ক বলে এক ব্যক্তির সঙ্গেও পরিচয় করানো হয়েছিল ৷ সেখানে মুকুল রায়ের সঙ্গেও সন্তুর আলাপ করিয়ে দেয় বাবান ৷ রেলমন্ত্রীর স্বাক্ষর করা কিছু কাগজপত্রও না কি তাঁকে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details