কলকাতা, 29 মার্চ : রামপুরহাটের বাগটুই গণহত্যা কাণ্ডে রামপুরহাট থানার তৎকালীন আইসি ত্রিদীপ প্রামাণিককে জেরা করল সিবিআই (CBI in Bagtui Probe) ৷ মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছিল বীরভূমে সিবিআইয়ের অস্থায়ী অফিসে ৷ সূত্রের খরব, এদিন রামপুরহাট থানার তৎকালীন আইসিকে একাধিক প্রশ্ন করেন সিবিআইয়ের তদন্তকারীরা (CBI interrogate suspended IC of Rampurhat PS) ৷ গ্রামবাসীরা যে অভিযোগ করছেন ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে যায়নি, পুলিশের সাহায্য চেয়েও পাওয়া যায়নি, সে বিষয়ে এই পুলিশ আধিকারিককে প্রশ্ন করেন তদন্তকারীরা ৷
তবে জানা গেয়েছে, সিবিআইয়ের দেওয়া এই সব তথ্য এদিন অস্বীকার করেছেন ত্রিদীপ প্রামাণিক । সিবিআই সূত্রে খবর, এদিন রামপুরহাট থানার তৎকালীন আইসির কাছে জানতে চাওয়া হয়, ঘটনার দিন রাতে বগটুই গ্রামের বাড়িগুলি জ্বালিয়ে দেওয়ার আগে এত লোক একসঙ্গে সেখানে জমায়েত হল কী করে ? তাদের হাতে অস্ত্র ও বোমা ছিল কি না? কারণ ঘটনাস্থল থেকে বোমা এবং অস্ত্র দু‘টোই পাওয়া গিয়েছে । যদি আক্রমণকারীরা সশস্ত্র না হয়ে থাকেন তাহলে অস্ত্র এল কীভাবে ? সিবিআই সূত্রের খবর, জবাবে সেভাবে কিছু বলতে পারেননি আইসি। উল্লেখ্য, বগটুই কাণ্ডে প্রথমে ত্রিদীপবাবুকে ক্লোজ করা হয় ৷ পরে তাঁকে সাসপেন্ড করা হয় ৷