কলকাতা, 13 এপ্রিল : আনিসুর রহমান মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে, এখনই এই মামলার নিষ্পত্তি হচ্ছে না । মামলা নিষ্পত্তি করবে সিঙ্গল বেঞ্চই । আর সেটাও যত দ্রুত সম্ভব । এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
প্রসঙ্গত, পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে তাঁর দলের আরেক নেতা কুরবান শাকে খুনের অভিযোগ ছিল ৷ যে ঘটনায় গত 26 ফেব্রুয়ারি আনিসুর রহমানের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তে সম্মতি দিয়ে আনিসুরকে জামিন দেয় তমলুক আদালত । তবে, ওইদিনই তমলুক আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ। সেইসঙ্গে আনিসুরকে ফের গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতি ৷ সেই মতো 26 ফেব্রুয়ারি কোলাঘাট থেকে আনিসুরকে ফের গ্রেফতার করে পুলিশ ৷