কলকাতা, 14 অক্টোবর:দলের অন্দরে কোন্দল । সংগঠনের প্রধান ক্রাইসিস ম্যানেজার অসুস্থ । বিদেশে চিকিৎসাধীন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এতদিন সংগঠন যিনি দেখতেন তিনি জেলে এবং দলের দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে । আছেন একমাত্র রাজ্য সভাপতি । এই অবস্থায় দলের দুই শীর্ষ নেতার কোন্দল বারেবারেই সংবাদ শিরোনামে উঠে আসছে । কী করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ? এই মুহূর্তে রাজ্যের শাসকদলের কাছে এটাই লাখ টাকার প্রশ্ন । যদিও সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিজয়া করতে গিয়েছিলেন একদা সংগঠনের গুরুদায়িত্ব সামলানো মুকুল রায় । দলনেত্রী তাঁকে সংগঠনের কাজে আরও সক্রিয় হওয়ার কথা বলেছেন । কিন্তু শারীরিকভাবে তিনি যে পুরোপুরি সুস্থ এমনটাও নয় (TMC factionalism)। এই অবস্থায় দলের অভ্যন্তরে যে ক্রাইসিস তৈরি হয়েছে তা মেটাবেন কে ?
যদিও সাম্প্রতিক সময়ে দলের অন্যতম সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভার পাশাপাশি বেশ কিছু সাংগঠনিক দায়িত্ব পালন করতে হচ্ছে । রাজ্য স্তরে সাংগঠনিক দায়িত্ব পালনে এখন অনেক বেশি সক্রিয় রাজ্যের অপর মন্ত্রী অরূপ বিশ্বাসও । কিন্তু সামগ্রিকভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়কে আলোচনার টেবিলে বসিয়ে সমস্ত সমস্যার সমাধান করবেন এমন মানুষ কোথায় ? আর তাই বাড়ছে বেসুরোদের সংখ্যা ।