কলকাতা, 29 অক্টোবর : রাজ্যে পিঁয়াজের দামবৃদ্ধিতে লাগাম পড়াতে ময়দানে নামল ন্য়াশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED)। নিজেদের বাফার স্টক থেকে প্রায় 1 লাখ টন পিঁয়াজের জোগান দিচ্ছে তারা ৷ ইতিমধ্য়ে 43 হাজার টন পিঁয়াজ বাজারে ছাড়া হয়েছে ৷
দক্ষিণ ভারতে লাগাতার বৃষ্টির জেরে প্রায় একমাস হল পশ্চিমবঙ্গে পিঁয়াজের জোগান কমে গিয়েছে ৷ যার জেরে পাইকারি বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম দাঁড়িয়েছে প্রায় 70 টাকা । ফলে খুচরো বাজার থেকে সাধারণ মানুষকে প্রায় 85-90 টাকা কেজি দরে পিঁয়াজ কিনতে হচ্ছে ৷ এই পরিস্থিতি সামাল দিতে NAFED-এর তরফে অস্থায়ী ব্য়বস্থা হিসেবে 1 লাখ টন পিঁয়াজের জোগান দেওয়ার কথা বলা হয়েছে ৷