কলকাতা, 31 ডিসেম্বর : রাজ্যে ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা ৷ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কলকাতা পৌরনিগম ৷ সংক্রমণ রুখতে ফের কলকাতায় কনটেনমেন্ট জোন লাগু হতে চলেছে ৷ শুক্রবার এই কথা জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ আপাতত 11টি কনটেনমেন্ট জোনের কথা জানিয়েছেন তিনি ৷ যেসব এলাকায় 5-6 জন করে আক্রান্ত হচ্ছেন সেখানেই হবে এই কনটেনমেন্ট জোনগুলি ৷
সংক্রমণ যে হারে বাড়ছে শহরে তা মোকাবিলায় কী করণীয়, তা নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসে কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশ (important meeting in KMC on corona situation in kolkata) । এই বৈঠকে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র তথা কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ অতীন ঘোষ । বৈঠকে যোগ দেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও ।