কলকাতা, 21 অগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। কখনও হালকা, কখনও মাঝারি আবার কখনও ঝেঁপে বৃষ্টি হয়েছে । নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর । শনিবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে নিম্নচাপ। গভীর নিম্নচাপ বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ ঝাড়খন্ড এবং ওড়িশার কাছাকাছি অবস্থান করছে ( Low Pressure Area Over Bay of Bengal ) । আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটি ছত্রিশগড়ের দিকে এগোবে।এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather Update) ৷
এই প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “নিম্নচাপের প্রভাবে গত 24 ঘণ্টায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হয়েছে। সেই তালিকায় আছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া ৷ দিঘাতেই কয়েকদিনে 18 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ছেে । ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমে 29 শতাংশে এসে দাঁড়িয়েছে। কলকাতার ক্ষেত্রে এই ঘাটতি 39 শতাংশ ৷ শুক্রবার রাত থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷ কমেছে বৃষ্টি ৷ নিম্নচাপ দক্ষিণবঙ্গ থকে দূরে সরে যাওয়ায় পুরুলিয়া, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা।’’