পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Weather Update: বৃষ্টি দেবে নিম্নচাপ, ধাক্কা পুজোর প্রস্তুতিতে - বাংলার আবহাওয়া

পুজো আসতে আর মাত্র 20 দিন বাকি ৷ আর পুজোর আগে রবিবার মানেই তো কেনা কাটার দিন ৷ নিম্নচাপের বষ্টিতে তা ভন্ডুল হতে চলেছে (West Bengal Weather Update) ৷ আগামী 4 দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷

West Bengal Weather Update
ETV Bharat

By

Published : Sep 11, 2022, 7:15 AM IST

Updated : Sep 11, 2022, 7:41 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: নিম্নচাপের জেরে দক্ষিনবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভবনা । আর তাই ভাদ্র মাসের পচা গরমের বদলে মিলছে হিমেল পরশ। হাওয়া অফিসের তরফে আগামী চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে (Regional Meteorological Centre Kolkata)।

আলিপুর আবহাত্তয়া দফতরের আধিকারিক গনেশ চন্দ্র দাস জনান, নিম্নচাপের কারনে বৃষ্টিপাত। জানা গিয়েছে, নিম্নচাপের অবস্থান ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। সেটি আরও শক্তি বৃদ্ধি করলেও একই জায়গায় আছে । আগামী 48 ঘণ্টায় এই নিম্নচাপের শক্তি আরও বাড়াবে। এর ফলে আগামী 4 দিন আরও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার বিস্তৃর্ণ এলাকায় ৷ পাশপাশি কলকাতা এবং পূর্ব মেদিনীপুর আজ হালকা বৃষ্টির পূর্বাভাস মিলেছে । কলকাতায় আজ ভারী বৃষ্টি পাত হতে পারে ৷ আগামীকাল দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা ও হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে । 13 তারিখ নাগাদ পশ্চিমের জেলা তথা বীরভূম, বাঁকুড়া নদীয়া, মুর্শিদাবাদ ও বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । আর এই বৃষ্টির ফলে পুজোর (Durga Puja 2022) প্রস্তুতি কিছুটা হলে ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে ।

বৃষ্টি দেবে নিম্নচাপ

আরও পড়ুন : নিম্নচাপের হাত ধরে মিলবে শরতের হিমের পরশ?

মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । নিরাপত্তার কারণে পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে । দিঘায় 35 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে ৷ তবে আশার কথা আগামী 14 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 90 শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 5.3 মিলিমিটার। রবিবার সপ্তাহের শেষ দিনে আকাশ মূলত মেঘলাই থাকতে চলেছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

Last Updated : Sep 11, 2022, 7:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details