কলকাতা, 26 জুন : বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি না হওয়াতে দক্ষিণবঙ্গে নামেই বর্ষাকাল, বৃষ্টি মিলছে না । আলিপুর আবহাত্তয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানালেন, আগামী তিন-চারদিনে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ার কোনও পূর্বাভাস নেই । ফলে বিক্ষিপ্ত বৃষ্টিতেই দক্ষিণবঙ্গকে বর্ষাকালের স্বাদ পেতে হবে (IMD Kolkata Weather Forecasts generally cloudy sky with one or two spells of rain) ।
তিনি গত 25 দিনের পরিসংখ্যান তুলে ধরে জানান, জুন মাসে 40 শতাংশ কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে । 49 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে । কলকাতায় 64 শতাংশ কম বৃষ্টি হয়েছে । অধিকর্তার কথায়, "রাজস্থান থেকে আমাদের দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা এবং ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব দুর্বল ভাবে হবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি ৷ আগামী 3-4 দিনে কোনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।"