কলকাতা, 3 অক্টোবর: বৃষ্টি উপেক্ষা করে প্যান্ডেল হপিং যাঁরা করছিলেন তাদের জন্য সুখবর (West Bengal Weather Update)। প্রতিমা দর্শনে সেভাবে বাধা হবে না বৃষ্টি (Durga Puja 2022)। বিক্ষিপ্ত বৃষ্টি দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর পরিকল্পনা সাময়িকভাবে হেরফের করলেও, থামিয়ে দিতে পারবে না। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গনেশ চন্দ্র দাস বলছেন, “এই মুহূর্তে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে এবং সেখানে একটি অক্ষরেখা তৈরি হয়ে রয়েছে। এর ফলে আজ, আগামিকাল এবং পরশু উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়বে। আগামিকাল থেকে এর ফলে তাপমাত্রাও কমবে।"
পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর ও বীরভূমে ৷ অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । আগামি কয়েকদিনের মধ্যে কলকাতায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে মনে করে হাওয়া অফিস । যদিও আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।