কলকাতা, 15 মার্চ: চাঁদি ফাটা রোদ প্রতিদিন তাপ বাড়াচ্ছে। ছাতা নিয়ে না বেরোলে অস্বস্তি এড়ানো যাচ্ছে না। আবহাওয়ার (weather) এই পরিবর্তন বসন্ত অবসানে স্বাভাবিক (West Bengal Weather Update )। তবে তাপমাত্রার পারদ প্রথম থেকেই মারকুটে ব্যাটিংয়ের ইঙ্গিত দেবে এটা বোধহয় বোঝা যায়নি। কারণ বসন্তের বেলাশেষ থেকেই পারদ 30-এর ঘরে ঢুকে পড়েছে। তা বাড়তে বাড়তে দিনের শেষে প্রায় 34-এ পৌঁছে যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আগামি কয়েকদিনের মধ্যে বাড়বে। ফলে অস্বস্তি আরও বাড়বে। চলতি সপ্তাহে দোল উৎসব রয়েছে। রঙের উৎসবে গরমের দাপট তাল কাটতে পারে। এই সময় কালবৈশাখীর সম্ভাবনাও থাকে। কিন্তু আবহাওয়া দফতর তার কোনও পূর্বাভাস এখনও অবধি দেয়নি। একইভাবে পশ্চিমী ঝঞ্জার ফলে, ছিটেফোঁটা বৃষ্টির কথাও তারা বলেনি। দুই বঙ্গের জন্য এই পূর্বাভাস ইঙ্গিত দেয় উষ্ণ আবহেই পালিত হতে চলেছে দোল উৎসব।