পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Weather Update : রঙের উৎসবে অস্বস্তি বাড়াবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের - West Bengal Weather Update

প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা ৷ বাড়ছে রোদের প্রভাব (West Bengal Weather Update) ৷ চলতি সপ্তাহে রয়েছে দোল উৎসব। বেশ অস্বস্তি অনুভূত হবে দোলের দিনও ৷

West Bengal Weather Update
রঙের উৎসবে অস্বস্তি বাড়াবে তাপমাত্রা

By

Published : Mar 15, 2022, 6:55 AM IST

কলকাতা, 15 মার্চ: চাঁদি ফাটা রোদ প্রতিদিন তাপ বাড়াচ্ছে। ছাতা নিয়ে না বেরোলে অস্বস্তি এড়ানো যাচ্ছে না। আবহাওয়ার (weather) এই পরিবর্তন বসন্ত অবসানে স্বাভাবিক (West Bengal Weather Update )। তবে তাপমাত্রার পারদ প্রথম থেকেই মারকুটে ব্যাটিংয়ের ইঙ্গিত দেবে এটা বোধহয় বোঝা যায়নি। কারণ বসন্তের বেলাশেষ থেকেই পারদ 30-এর ঘরে ঢুকে পড়েছে। তা বাড়তে বাড়তে দিনের শেষে প্রায় 34-এ পৌঁছে যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আগামি কয়েকদিনের মধ্যে বাড়বে। ফলে অস্বস্তি আরও বাড়বে। চলতি সপ্তাহে দোল উৎসব রয়েছে। রঙের উৎসবে গরমের দাপট তাল কাটতে পারে। এই সময় কালবৈশাখীর সম্ভাবনাও থাকে। কিন্তু আবহাওয়া দফতর তার কোনও পূর্বাভাস এখনও অবধি দেয়নি। একইভাবে পশ্চিমী ঝঞ্জার ফলে, ছিটেফোঁটা বৃষ্টির কথাও তারা বলেনি। দুই বঙ্গের জন্য এই পূর্বাভাস ইঙ্গিত দেয় উষ্ণ আবহেই পালিত হতে চলেছে দোল উৎসব।

আরও পড়ুন: চলতি সপ্তাহে গরম আরও বাড়বে, জানাল হাওয়া অফিস

মঙ্গলবার রাতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা যথেষ্ট বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। তবে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। ফলে, চৈত্রের প্রথমেই তাপমাত্রা যে জনজীবনের কাঁটা হতে চলেছে তা বোঝাই যাচ্ছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details