কলকাতা, 9 মার্চ :চৈত্রের আগমনীতে গ্রীষ্মের দাপটের পূর্বাভাস । ঘর্মাক্ত অস্বস্তি এখনও সেভাবে শুরু না হলেও তা যে আর বেশি দূরে নয় তার ইঙ্গিত বেশ ভালই মালুম হচ্ছে ৷
আলিপুর আবহাওয়া অফিস বলছে দিন এবং রাতের তাপমাত্রা এখন আর নিচের দিকে নামবে না (Weather Update of Bengal)। যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পার হতেই পারে । তবে তাপপ্রবাহের কথা এখনই বলতে পারেনি হাওয়া অফিস । কারণ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছোঁয়ার কোনও লক্ষণ এখনই নেই ।
মঙ্গলবার সারাদিন গরমের অস্বস্তি বোধ হয়েছে । হাওয়া না থাকায় ভ্যাপসা গরম বেড়েছে । মঙ্গলবার রাতে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । গত চারদিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে ।
বুধবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পাশাপাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস । তাই এদিনও গরমের অস্বস্তি বাড়বে তা বলায় যায় । আর তার হাত ধরেই চৈত্রের আগমনী জোরালো হবে ।
আরও পড়ুন :ETV Bharat Horoscope for 9th March : জিনিস কেনার আগে দু'বার ভাবুন, যদি তা আবশ্যক না হয় তাহলে ছেড়ে দিন ; এমনই ইঙ্গিত ধনু রাশিতে, বাকিদের ভাগ্যে কী ?