কলকাতা, 14 মার্চ: বসন্তের শেষের কয়েকটি দিনে শুষ্ক গরমে আরও বাড়বে অস্বস্তি (Weather)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী সাতদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে (West Bengal Weather Update)। তাপমাত্রার এই বৃদ্ধি হবে দুইবঙ্গ জুড়েই। ফলে, চলতি সপ্তাহে দোল উৎসব পালিত হবে প্রায় ছত্রিশ থেকে সাইত্রিশ ডিগ্রি তাপমাত্রায়। এইরকম উষ্ণ দোল উৎসব শেষ কবে হয়েছিল তা মনে করা যাচ্ছে না।
শুধু দোল উৎসবের আগে পিছের কয়েকটি দিন নয় চলতি মাসেই পারদ লক্ষণীয়ভাবে চড়বে। ফলে চৈত্রে মিলবে বৈশাখের দাবদাহ। সপ্তাহের প্রথমদিন তাই গরমের অস্বস্তি এড়াতে ছাতা নিয়ে বেরোনোর কথা বলছেন চিকিৎসকরা। বেশি করে জল খাওয়ার পরামর্শও দিচ্ছেন তাঁরা। ইতিমধ্যে গরমের কারণে শুষ্কতা এতটাই বেড়েছে যে ত্বকে টান ধরছে।