কলকাতা, 21 ফেব্রুয়ারি: হালকা শীতের আমেজ সরিয়ে এখন গরমের অস্বস্তি রাজ্যে। বসন্তে গ্রীষ্মের দাবদাহের পূর্বাভাস উঁকি দিচ্ছে (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া (weather) দফতর বলছে দিন যত এগোবে দিন এবং রাতের তাপমাত্রা ততই বাড়বে। সাতদিন আগের থেকে তাপমাত্রা ইতিমধ্যেই চার ডিগ্রি বেড়ে গিয়েছে। ফলে, অস্বস্তিও বেড়েছে বেশ খানিকটা। শুধু তাপমাত্রা বৃদ্ধি নয় সঙ্গে রয়েছে বৃষ্টির কাঁটাও।
নতুন সপ্তাহের প্রথম তিন দিন মোটের উপর আবহাওয়া শুকনো থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি হতে পারে। কারণ ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার সঙ্গে মিলতে পারে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ভরা বাতাস। দুইয়ে মিলে ফের বৃষ্টির যোগ দেখা দিয়েছে বঙ্গে। সোমবার উত্তরবঙ্গের 5 জেলা এবং সিকিমের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।