কলকাতা, 19 ফেব্রুয়ারি: শীতের শেষে রাজ্যে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে । দিনে রোদের তাপে সেই মিঠে আমেজটা ধীরে ধীরে চলে যাচ্ছে । উত্তুরে হাওয়ার জোর কমেছে অনেকটাই । বিদায় শীত, স্বাগত বসন্ত । তবে রবিবার থেকে বসন্তের আমেজ উপলব্ধিতে কিছুটা ছেদ পড়তে চলেছে রাজ্যে ৷ রয়েছে বৃষ্টির সম্ভাবনাও (West Bengal Weather Update) ৷
আলিপুর আবহাওয়া দফতর শীতের বিদায়ের খবর না শোনালেও পঞ্জিকা এবং কোকিলের ডাকে বসন্তের আগমন শুরু হয়ে গিয়েছে । শীতের পরে বসন্তেও ঝঞ্ঝা কাঁটা উঁকি দিচ্ছে । ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার সঙ্গে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প প্রবেশ করলে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে রবিবার থেকে । শীতকালে বৃষ্টি হলে দিনের তাপমাত্রা কমে । রোদ উঠলে ঠাণ্ডার কনকনে ভাবটা মালুম হয় । কিন্তু ফাল্গুনে তার সম্ভাবনা নেই বললেই চলে । হালকা ঠান্ডা বোধ হলেও তা শীতের ইঙ্গিত নয় বলেই মনে করছেন আবহবিদরা ।