কলকাতা, 5 ফেব্রুয়ারি : বসন্ত পঞ্চমীর আগের দিন বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ ৷ তবে সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (No Rain Forecast for South Bengal) ৷ কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সরস্বতী পুজোর সকালের দিকে আকাশ সামান্য মেঘলা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে ৷ আজ শনিবার কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ মাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেন্টিগ্রেড ৷
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি এখনই স্বাভাবিক হবে না ৷ উত্তরের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast for North Bengal) ৷ সরস্বতী পুজোর সকালেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 6 ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে ৷ সেই সঙ্গে আগামী 3 দিনে তাপমাত্রা 2-4 ডিগ্রি নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷