পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Weather Update : সরস্বতী পুজোয় ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ

সরস্বতী পুজোয় ঝলমলে আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ মূলত কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ দিনভর পরিষ্কার থাকবে (No Rain Forecast for South Bengal) ৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Rain Forecast for North Bengal) ৷ আগামিকাল থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হবে ৷ তাপমাত্রাও অনেকটাই নামার পূর্বাভাস রয়েছে ৷

Saraswati Puja 2022 Weather
সরস্বতী পুজোয় ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গে

By

Published : Feb 5, 2022, 9:23 AM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : বসন্ত পঞ্চমীর আগের দিন বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ ৷ তবে সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (No Rain Forecast for South Bengal) ৷ কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সরস্বতী পুজোর সকালের দিকে আকাশ সামান্য মেঘলা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে ৷ আজ শনিবার কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ মাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেন্টিগ্রেড ৷

তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি এখনই স্বাভাবিক হবে না ৷ উত্তরের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast for North Bengal) ৷ সরস্বতী পুজোর সকালেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 6 ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে ৷ সেই সঙ্গে আগামী 3 দিনে তাপমাত্রা 2-4 ডিগ্রি নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

সরস্বতী পুজোয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝলমলে আবহাওয়ার কথা জানালেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা

আরও পড়ুন : Raining Before Saraswati Puja 2022 : বাগদেবীর আরাধনার আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত

প্রসঙ্গত, উত্তর হরিয়ানা থেকে দক্ষিণ-পশ্চিম বিহার বরাবর সমুদ্র পৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল ৷ একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পের জেরে শুক্রবার দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হয়েছে ৷ সবচেয়ে বেশি 27 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে দিঘায় ৷ তারপরেই দমদম ও কলকাতায় 23 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে ৷ দার্জিলিং ও জলপাইগুড়িতে 6 সেন্টিমিটার ৷ শ্রীনিকেতন, সল্টলেক, ডায়মন্ড হারবার, কোচবিহার, মালদা, বাঁকুড়ায় 5-9 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টি হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details