পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Weather Update : বৃষ্টিতে বিঘ্ন হতে পারে রবিবারের ভারত ওয়েষ্টইন্ডিজ টি টোয়েন্টি ম্যাচ

শীতজুড়ে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় ৷ বিদায়বেলাতেও উত্তর ও দক্ষিণ বঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর হাওয়া অফিস (Regional Meteorological Centre Kolkata) ৷

West Bengal Weather News
আজ রোদ থাকলেও আসছে বৃষ্টি

By

Published : Feb 17, 2022, 7:44 AM IST

Updated : Feb 17, 2022, 8:52 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : পিছু ছাড়ছে না উত্তর-পশ্চিম থেকে আসা হাওয়া । সঙ্গে দোসর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস । দুইয়ের যোগফলে ফের বৃষ্টি যোগ বঙ্গে । চলতি সপ্তাহের শেষ দু'দিনে ভিজবে কলকাতা এবং তার আশপাশ । বৃষ্টির কাঁটায় ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বিঘ্ন ঘটতে পারে ।

আলিপুর আবহাত্তয়া অফিসের (Regional Meteorological Centre Kolkata) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন, 18 ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে । 19 ফেব্রুয়ারি মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা জোরালো করবে । 20 ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলি, বিশেষত উপকূলবর্তী অঞ্চল কলকাতা, দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে । বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে ।

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে করোনা সংক্রমণ নিম্নমুখী, একদিনে মৃত 18

বৃষ্টি হলেও ঠান্ডা বাড়বে, এমন ভাবার কারণ নেই । হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে 19 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি বাড়বে । দিন যত এগোবে দিনের তাপমাত্রাও আরও বাড়তে থাকবে ।

শীত শেষে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জানালেন আলিপুর হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গে 17-19 ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও দার্জিলিং ও কলিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 20 তারিখ থেকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তাই সরকারিভাবে বলা না গেলেও শীত বিদায় নিচ্ছে । অস্বস্তি বাড়াতে লেজুড় বৃষ্টি ।

এই বৃষ্টির কারণ প্রধানত বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং উত্তর-পশ্চিম দিক থেকে আসা হাওয়ার সংযোগ ৷

গতকাল বুধবার, কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম ৷ আজ বৃহস্পতিবার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি ও 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Feb 17, 2022, 8:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details