কলকাতা, 7 ফেব্রুয়ারি: দিনের বেলা গরম, সূর্যাস্তের পর ঠান্ডার আমেজ আপাতত এভাবেই শীত আরও কয়েকদিন তার ইনিংস টেনে নিয়ে যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পারদ পতন আরও কয়েকদিন চলবে (West Bengal Weather Update)। তবে, শীতের বিদায় এবং বসন্ত যে এসে গিয়েছে তার স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে ৷ অথচ, তিনদিন আগেও তাপমাত্রার পারদ 19 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি তৈরি হয়েছিল রাজ্যে। এখন বৃষ্টির দাপট দূরে সরেছে। পারদ 6 ডিগ্রি নেমে 13 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে আরও কয়েকদিন রাতের তাপমাত্রার এই পারদ পতন চলবে। দিনে গরম এবং রাতে ঠান্ডার আমেজ উপলব্ধ হবে রাজ্যে। এইভাবেই শীতের বিদায় প্রশস্ত হবে। রবিবার কলকাতা এবং তার পাশ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ 23.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কমে 13.2 ডিগ্রি ছিল।