কলকাতা, 13 নভেম্বর : ইতিমধ্যেই রাজ্যে বাজি বিক্রি ও পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান বাজি ব্যবসায়ীরা । সেই আবেদনও খারিজ হয়ে গেছে । তারপরও গোপনে বাজি বিক্রি চলছে কলকাতায় । আর গতকাল অভিযান চালিয়ে প্রচুর বাজি উদ্ধার করল কলকাতা পুলিশ । এই কারবারের সঙ্গে জড়িত দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
আদালতের নির্দেশ কার্যকর করতে নেমে পড়েছে কলকাতা পুলিশ । আর তাই শহরজুড়েই রাখা হচ্ছে কড়া নজর । সূত্রের খবর, কে পি রায় লেনে বাজি বিক্রি চলছে বলে সোর্স মারফত খবর পায় গড়ফা থানার পুলিশ । সেই মতো অভিযান চালিয়ে উদ্ধার হয় 33 কেজি বাজি । মদন সাধুখাঁ নামে একজনকে গ্রেপ্তার করা হয় ।