পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Illegal call centers : শহরে বাড়ছে অবৈধ কলসেন্টার, জালিয়াতদের ফাঁদে বেকার যুবক-যুবতীরা - call centers

এরাজ্য থেকে দেশের বাইরেও জালিয়াতি চালানো হচ্ছে বলে অভিযোগ ৷ সম্প্রতি কলকাতা ও সল্টলেকের বেশ কয়েকটি বেআইনি কলসেন্টারে হানা দেয় পুলিশ ৷ বেশ কয়েকজনকে গ্রেফতার করে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বেকার যুবক-যুবতীদের কাজে লাগাচ্ছে জালিয়াতরা ৷ এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা ৷

s
s

By

Published : Aug 11, 2021, 4:33 PM IST

কলকাতা, 11 অগস্ট : শহর ও শহরতলির বুকে কলসেন্টার খুলে চালানো হচ্ছে একাধিক বেআইনি কারবার। এমনকি রাজ্যে বসে সুদূর ইংল্যান্ডে ফোন করে ঘটানো হচ্ছে জালিয়াতির ঘটনা । অভিযোগ শুধু ব্যাঙ্ক জালিয়াতির ঘটনাই নয় । এরাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও পাচারের সম্ভাবনাও রয়েছে এই কলসেন্টারগুলির মাধ্যমে ৷ যা রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চিন্তার বিষয়।

সম্প্রতি কলকাতা ও সল্টলেকের একাধিক বেআইনি কলসেন্টারে তল্লাশি চালায় পুলিশ ৷ কলসেন্টারগুলির পান্ডাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা জানতে পেরেছেন, ঘটনায় জাল বহুদূর বিস্তৃত । গোটা দেশ, এমনকি দেশের বাইরেও ছড়ানো কলসেন্টারগুলির বেআইনি কারবারের জাল । শহরের আনাচে-কানাচে গজিয়ে উঠেছে এমন বহু বেআইনি কলসেন্টার । ঝাঁ-চকচকে অফিস ভাড়া করে চলছে দেদার অপরাধমূলক কাজ । বেকার যুবক-যুবতীদের আয়ের টোপ দিয়ে করানো হচ্ছে বেআইনি কাজ ।

গোয়েন্দারা জানাচ্ছেন, অনলাইনে নামী কোম্পানির ভুয়ো বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক-যুবতীদের ফাঁসাচ্ছে সংস্থাগুলি । মূলত ইন্টারনেটের মাধ্যমে ফোন করে ব্যাঙ্কের গ্রাহকদের যাবতীয় তথ্য হাতানো হচ্ছে । এর পর প্রযুক্তির ব্যবহারে চালানো হচ্ছে বিভিন্ন রকমের অপরাধ। অভিযোগ, কেবল ভারতীয়দের টার্গেট করা হচ্ছে এমনটা নয়। বিদেশিরাও নিশানায় । সম্প্রতি বিধাননগর সিটি পুলিশের গোয়েন্দারা গ্রেফতার করেছে 6 ব্যক্তিকে । সল্টলেক সেক্টর ফাইভে একটি অভিযাত নির্মাণ ভাড়া করে লোক ঠকানোর কাজ করছিল তারা । পাশাপাশি গত 22 জুলাই কলকাতার পার্ক সার্কাস এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা । জানা গিয়েছে, একটি নামী খাবার ডেলিভারি করা সংস্থার নামে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে একাধিক ছেলেমেয়েকে কাজে লাগিয়ে চালানো হচ্ছিল ভুয়ো কলসেন্টার ।

আরও পড়ুন: pornography : পর্নোগ্রাফির ব্যবসার বিরুদ্ধে এবার বাড়তি নজরদারি লালবাজারের

এই বিষয় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, প্রতিটি এলাকায় গোপনে খোঁজ খবর রাখা হচ্ছে । এইরকম কলসেন্টারের খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে । এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক আধিকারিক জানান, রাজ্যের বেকারত্বের সমস্যাকে কাজে লাগাচ্ছে এরা । অবৈধ কলসেন্টারগুলির মাথায় বসে আছে যে অপরাধীরা, তারা বিদেশ থেকে এগুলি অপারেট করছে । ফলে আইনগত কারণেই তদন্তে ভাটা পড়ছে ।

ABOUT THE AUTHOR

...view details